এক ফ্রেমে রাফিনিয়া ও ইয়ামাল
এক ফ্রেমে রাফিনিয়া ও ইয়ামাল

মেসি নয়, রাফিনিয়াকে ইয়ামাল মনে করিয়ে দেন নেইমারের কথা

১৭ পেরোনোর আগেই বার্সেলোনা তারকা লামিনে ইয়ামাল এখন বৈশ্বিক তারকা। বার্সেলোনার জার্সিতে হোক কিংবা স্পেনের, ইয়ামাল রীতিমতো অপ্রতিরোধ্য। মাঠে তাঁর পায়ে বল মানেই দারুণ কিছুর সম্ভাবনা। ড্রিবল, নিয়ন্ত্রণ, শুটিং কিংবা ফিনিশিং—সব দিক থেকেই ইয়ামাল অনন্য। কিছুদিন আগেই ইউরোতে স্পেনকে শিরোপা জিততে সহযোগিতা করেছেন এই উইঙ্গার।

এরপর নতুন মৌসুমের শুরু থেকেও ইয়ামাল অনবদ্য। বার্সার জার্সিতে এরই মধ্যে চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখকে এবং লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারাতে বড় ভূমিকা রেখেছেন ইয়ামাল।

মৌসুমে এখন পর্যন্ত সব মিলিয়ে ১৪ ম্যাচে ৬ গোল ও ৭ অ্যাসিস্ট করেছেন কৈশোরের বৃত্তে থাকা এই ফুটবলার। এমন নজরকাড়া পারফরম্যান্সের কারণে অনেকেই ইয়ামালকে তুলনা করছেন লিওনেল মেসির সঙ্গে।

খেলার ধরনের সঙ্গে মিল থাকার কারণেই মূলত এমন তুলনা। ইয়ামালের বাবা মৌনির নাসরাউয়ির অবশ্য তাঁকে তুলনা করেছিলেন ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে। ইয়ামালের সতীর্থ রাফিনিয়া অবশ্য ভিন্ন এক তারকার সঙ্গে তুলনা করেছেন ইয়ামালের।

ইয়ামালের মধ্যে নেইমারকে দেখছেন রাফিনিয়া

মেসি বা ম্যারাডোনা নন, রাফিয়ানকে ইয়ামাল মনে করিয়ে দেন নেইমারের কথা। এ প্রসঙ্গে সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পাইস’কে এক সাক্ষাৎকারে রাফিনিয়া বলেন, ‘লামিনে (ইয়ামাল) আমাকে মেসির চেয়ে নেইমারের কথাই বেশি মনে করিয়ে দেয়। যেভাবে সে ড্রিবল করে সেই স্টাইলটা।’

এর আগে ইয়ামালকে ম্যারাডোনার সঙ্গে তুলনা করে তাঁর বাবা বলেছিলেন, ‘দারুণ ছেলে, তুমি আমাকে কিংবদন্তি আরমান্দো ম্যারাডোনাকে মনে করিয়ে দিয়েছ।’ অন্যদিকে কিছুদিন আগে বার্সা কোচ হান্সি ফ্লিক ইয়ামালকে মেসির মতো হতে হলে কী করতে হবে, সেই পরামর্শও দিয়েছিলেন। তবে মেসি, নেইমার ও ম্যারাডোনার ছায়া পেরিয়ে ইয়ামাল হয়তো নিজের মতোই হতে চাইবেন। সেই পথে যে তিনি দারুণভাবে এগিয়ে যাচ্ছেন, এটুকু অন্তত বলাই যায়।