এক ম্যাচেই ৬ গোলে করেছেন রহমতগঞ্জের স্যামুয়েল বোয়াটেং
এক ম্যাচেই ৬ গোলে করেছেন রহমতগঞ্জের স্যামুয়েল বোয়াটেং

১৭ বছর পর বাংলাদেশের শীর্ষ লিগে এক ম্যাচে একজনেরই ৬ গোল

লিগের শুরুতেই ১০ জনের দলে পরিণত হলেও বসুন্ধরা কিংসকে ১-০ গোলে হারিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১০ জনের দল নিয়ে সাদা–কালোরা আজ চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জিতেছে ৫-১ গোলে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে গোল উৎসব করেছে চলতি মৌসুমে চমক দেখানো রহমতগঞ্জও। মুন্সিগঞ্জে ওয়ান্ডারার্সের বিপক্ষে পুরান ঢাকার দলটির ৬-১ গোলের জয়ে সব কটি গোলই ঘানার ২৭ বছর বয়সী ফরোয়ার্ড স্যামুয়েল বোয়াটেংয়ের। এক ম্যাচে ডাবল হ্যাটট্রিক—একজন ফুটবলারের কাছে স্বপ্নের চেয়েও বেশি কিছু।

১৭ বছর পর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে এক ম্যাচে ৬ গোল করলেন কেউ। ২০০৭ সালের ১৩ এপ্রিল পেশাদার ফুটবল লিগের প্রথম আসরে মোহামেডানের নোয়ান পল ডাবল হ্যাটট্রিক করেছিলেন রহমতগঞ্জের বিপক্ষে।

৬ গোল করেছেন, ম্যাচসেরা তো বোয়াটেংই

২৩, ৩৭, ৪৪, ২৩, ৬৬, ৭০ মিনিটে গোলগুলো করেন ঘানার প্রিমিয়ার লিগে খেলা অভিজ্ঞ ফরোয়ার্ড বোয়াটেং। প্রথম গোলের পর ডাবল হ্যাটট্রিক পূর্ণ করতে তাঁর সময় লেগেছে মাত্র ৪৭ মিনিট।  প্রথমবারের মতো বাংলাদেশ লিগে খেলতে এসেই ৬ ম্যাচে ১০ গোল করে গোলদাতার তালিকায় সবাইকে পেছনে ফেলেছেন বোয়াটেং। ৬ গোল নিয়ে ব্রাদার্সে সেনেগালিজ ফরোয়ার্ড শেখ সেনে আছেন দুইয়ে। ৫ গোল তিনজনের—রহমতগঞ্জের নাবিব নেওয়াজ, পুলিশ এফসির আল আমিন ও মোহামেডানের সুলেমান দিয়াবাতের।

নাবিব নেওয়াজ জীবনসহ দেশের কয়েকজন প্রথম সারির ফুটবলার নিয়ে এবার রহমতগঞ্জ দল ভালো করছে। গত দুটি ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্সের বিপক্ষে গোল উৎসব করেছিল তারা । ২৪ ডিসেম্বর ফেডারেশন কাপে ৬-১, ২৮ ডিসেম্বর লিগ ম্যাচে ৬-০। টানা তিন ম্যাচে ১৮ গোল করল পুরান ঢাকার দলটি।

চট্টগ্রাম আবাহনী এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে সবচেয়ে দুর্বল দল। প্রথম পাঁচ থেকে পায়নি কোনো পয়েন্ট। এমন দলের বিপক্ষে ময়মনসিংহের রফিক উদ্দিন স্টেডিয়ামে ২২ মিনিটে মোহামেডানের শাকিল আহাদ তপু দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি ৬৩ মিনিট একজন কম খেলোয়াড় নিয়েও মোহামেডানকে জয় নিয়ে ভাবতে হয়নি।

২ গোল করেছেন মোহামেডানের সৌরভ দেওয়ান (বাঁয়ে)

বিরতির দ্বিতীয় মিনিটে মোজাফরভের কর্নারে বুরকিনা ফাসোর ডিফেন্ডার মানজির চোলিদিয়াতির হেডে ১-০। উচ্চতা কাজে লাগিয়েই গোলটা করেন তিনি। ৫৪ মিনিটে আরিফের কাটব্যাক থেকে ইমানুয়েল গোললাইনের খুব সামনে থেকে আলতো প্লেসিংয়ে সানডে ইমানুয়েল করেন ২-০। ৬৩ মিনিটে গোল পেতে পারতেন আরনেস্ট বোয়েটাং। কিন্তু তাঁর প্লেসিং লাগে সাইড পোস্টে। ফিরতি বলে গোল করেন সৌরভ দেওয়ান, ৩-০। চতুর্থ গোল সেলিম রেজার। পঞ্চম গোল সৌরভ দেওয়ানে। দুই গোল করে তিনিই ম্যাচসেরা।

এই জয়ে ৬ ম্যাচে পুরো ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে মোহামেডান।