জাভিকে লাল কার্ড দেখাচ্ছেন রেফারি
জাভিকে লাল কার্ড দেখাচ্ছেন রেফারি

লাল কার্ড দেখা জাভি কি এল ক্লাসিকোতে নিষিদ্ধ থাকবেন

বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজের জন্য রোববার রাতটি ছিল অম্লমধুর। লা লিগার ম্যাচে আতলেতিকোর মাঠ থেকে দল জিতে এসেছে ৩-০ গোলে। এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ক্যাম্প ন্যুয়ের দলটি। ২৯ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৬৪, সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা জিরোনার পয়েন্ট ২৯ ম্যাচে ৬২।

আতলেতিকোর বিপক্ষে জয়ের সেই রাতেই অন্য রকম একটা মন খারাপ নিয়ে ফিরেছেন জাভি। ম্যাচের প্রথমার্ধে যে লাল কার্ড দেখেছেন বার্সেলোনা কোচ। রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদ করায় প্রথমে হলুদ কার্ড দেখেছিলেন জাভি। এরপর ডাগআউটে গজরাতে থাকায় কয়েক মিনিট পর রেফারি হোসে মারিয়া সানচেজ মার্তিনেজ এসে জাভিকে লাল কার্ড দেখান।

চলতি মৌসুমে জাভি এই নিয়ে দ্বিতীয় লাল কার্ড দেখলেন। সরাসরি লাল কার্ড দেখার কারণে জাভির এমনিতে ডাগআউটে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার কথা। কিন্তু এ মৌসুমে এটা তাঁর লাল কার্ড পাওয়ার দ্বিতীয় ঘটনা হওয়ায় আরও এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন বার্সেলোনা কোচ।

বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ

শেষ পর্যন্ত জাভি যদি তিন ম্যাচের নিষেধাজ্ঞা পান, তাহলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচেও বার্সার ডাগআউটে থাকতে পারবেন না তিনি। লা লিগায় বার্সেলোনার পরের দুটি ম্যাচের প্রথমটি ঘরের মাঠে লাস পালমাসের বিপক্ষে। ৩০ মার্চ এ ম্যাচটি খেলার পর ১৩ এপ্রিল কাদিজের মাঠে যাবে তারা।

লা লিগায় মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকো ২১ এপ্রিল। সেদিন রিয়াল মাদ্রিদের মাঠে আতিথ্য নেবে বার্সেলোনা। এর আগে লা লিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে নিজেদের মাঠে ২-১ গোলে হেরেছিল জাভির দল।

এ মৌসুম শেষে বার্সেলোনার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া জাভি ক্যাম্প ন্যুয়ের ক্লাবটির ডাগআউটে দাঁড়ানোর পর এখন পর্যন্ত লা লিগায় ২৪ কার্ড দেখেছেন। যার মানে ৩ বছরে তিনি লিগে প্রতি ৫.৫  ম্যাচে একটি করে হলুদ কার্ড দেখেছেন।