ডর্টমুন্ডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনে পিএসজির প্রাণভোমরা কিলিয়ান এমবাপ্পে
ডর্টমুন্ডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনে পিএসজির প্রাণভোমরা কিলিয়ান এমবাপ্পে

চ্যাম্পিয়নস লিগ

‘মৃত্যুকূপে’ টিকে থাকার লড়াই

বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গী হয়ে ‘এফ’ গ্রুপ থেকে পরের রাউন্ডে যাবে কোন দল—পিএসজি, মিলান না নিউক্যাসল? ড্রয়ের পরই ‘মৃত্যুকূপ’ হিসেবে পরিচিতি পাওয়া গ্রুপে আজ তিন দলের সামনেই টিকে থাকার কঠিন সমীকরণ। গ্রুপ পর্বের শেষ রাউন্ডের শেষ দিনে বাঁচা-মরার ম্যাচে মুখোমুখি হচ্ছে পোর্তো-শাখতারও। বাকি দলগুলোর মধ্যে আতলেতিকো মাদ্রিদ, লাৎসিও, ডর্টমুন্ড, ম্যানচেস্টার সিটি, লাইপজিগ ও বার্সেলোনা আজ একেবারে নির্ভার হয়ে খেলতে পারে। এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে এই ছয় দল।

গ্রুপ ‘ই’

পয়েন্ট 

আতলেতিকো মাদ্রিদ (১১), লাৎসিও (১০), ফেইনুর্দ (৬), সেল্টিক (১)

আজ মুখোমুখি

আতলেতিকো মাদ্রিদ-লাৎসিও

সেল্টিক-ফেইনুর্দ

শেষ ষোলোর সমীকরণ

• আতলেতিকো ও লাৎসিও দুই দলই শেষ ষোলো নিশ্চিত করে রেখেছে। আজ মুখোমুখি লড়াইয়ে জয়ী দল হবে গ্রুপ চ্যাম্পিয়ন।

• ফেইনুর্দ তৃতীয় হয়ে ইউরোপা লিগ খেলবে। সেল্টিক চতুর্থ হচ্ছে, এটাও নিশ্চিত।

আতলেতিকো ও লাৎসিও ‘ই’ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে
গ্রুপ ‘এফ’

পয়েন্ট

বরুসিয়া ডর্টমুন্ড (১০), পিএসজি (৭), নিউক্যাসল (৫), মিলান (৫)

আজ মুখোমুখি

বরুসিয়া ডর্টমুন্ড-পিএসজি

নিউক্যাসল-মিলান

শেষ ষোলোর সমীকরণ

• বরুসিয়া ডর্টমুন্ডের শেষ ষোলো নিশ্চিত। পিএসজির কাছে আজ না হারলেই ওরা গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

• ডর্টমুন্ডকে হারালে পিএসজি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাবে। ড্র করলে এবং অন্য ম্যাচে নিউক্যাসল মিলানকে না হারালেও পিএসজি গ্রুপ রানার্সআপ হবে।

• নিউক্যাসলকে শেষ ষোলোতে যেতে হলে মিলানের বিপক্ষে জিততে হবে এবং আশা করতে হবে অন্য ম্যাচে পিএসজি যাতে না জেতে।

• মিলানকেও শেষ ষোলোতে যেতে হলে নিউক্যাসলের বিপক্ষে জিততে হবে এবং অন্য ম্যাচে পিএসজিকে হারতে হবে।

দুই বন্ধু এমবাপ্পে ও হাকিমির এই আনন্দ আজ ম্যাচ শেষে থাকবে তো!
গ্রুপ ‘জি’

পয়েন্ট

ম্যানচেস্টার সিটি (১৫), লাইপজিগ (৯), ইয়াং বয়েজ (৪), রেড স্টার বেলগ্রেড (১)

আজ মুখোমুখি

রেড স্টার বেলগ্রেড-ম্যানচেস্টার সিটি

লাইপজিগ-ইয়াং বয়েজ

শেষ ষোলোর সমীকরণ

• ম্যানচেস্টার সিটি গ্রুপ চ্যাম্পিয়ন ও লাইপজিগ গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোতে উঠে গেছে।

• আজ ম্যাচের ফল যা-ই হোক, ইয়াং বয়েজ তৃতীয় এবং রেড স্টার চতুর্থই থাকবে।

বর্তমান চ্যাম্পিয়ন সিটির জন্য আজকের ম্যাচটা শুধুই নিয়ম রক্ষার
গ্রুপ ‘এইচ’

পয়েন্ট

বার্সেলোনা (১২), এফসি পোর্তো (৯), শাখতার দোনেৎস্ক (৯), অ্যান্টওয়ার্প (০)

আজ মুখোমুখি

এফসি পোর্তো-শাখতার দোনেৎস্ক

অ্যান্টওয়ার্প-বার্সেলোনা

শেষ ষোলোর সমীকরণ

• বার্সেলোনার শেষ ষোলো নিশ্চিত, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য অ্যান্টওয়ার্পের কাছে না হারলেই হবে।

• শাখতারের সঙ্গে ড্র করলেই পোর্তো গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে যাবে।

• শাখতারকে পরের রাউন্ডে যেতে হলে পোর্তোর বিপক্ষে জিততেই হবে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচ সামনে রেখে অনুশীলনে বার্সেলোনা

* গ্রুপে দুই দলের পয়েন্ট সমান হলে প্রথমে দেখা হবে মুখোমুখি লড়াইয়ের ফল। তারপর মুখোমুখি লড়াইয়ে গোল ব্যবধান, এরপর পক্ষে গোল।