আইইউবিএটির চার বিদেশি ফুটবলার
আইইউবিএটির চার বিদেশি ফুটবলার

ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল

দুই জয়ে গ্রুপ ফাইনালে গতবারের রানার্সআপ ফারইস্ট, চার ‘বিদেশি’তে শুভসূচনা আইইউবিএটির

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কাছে গোল করা যেন ডালভাত। মাঠে নামবে আর শুধু গোল করবে।

ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের ঢাকা অঞ্চলে নিজেদের প্রথম ম্যাচে ফারইস্ট ৯-০ গোলে উড়িয়ে দেয় প্রেসিডেন্সি ইউনিভার্সিটিকে। আজ দ্বিতীয় ম্যাচে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপক্ষে ফারইস্টের জয়ের ব্যবধান ৬-০। দুই জয়ে ঢাকা অঞ্চলের প্রথম দল হিসেবে ‘ই’ গ্রুপের ফাইনালে উঠেছে টুর্নামেন্টের গতবারের রানার্সআপরা।

সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে ঢাকা অঞ্চলে টুর্নামেন্টের তৃতীয় দিনের শেষ ম্যাচে ফারইস্টের হয়ে হ্যাটট্রিক করেন অধিনায়ক মোহাম্মদ তুহিন। দুটি গোল শরীফের, একটি মঈনের।

হ্যাটট্রিক করার সুবাদে ম্যাচসেরা হয়েছেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধিনায়ক মোহাম্মদ তুহিন

ম্যাচসেরা তুহিনের হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির প্রধান জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু ও ইস্পাহানি টি লিমিটেডের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার সরকার মোহাম্মদ টিপু সুলতান।

দিনের প্রথম ম্যাচে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ২-০ গোলে হারিয়েছে সাউথইস্ট ইউনিভার্সিটিকে। প্রায় ৩০ গজ দূর থেকে দারুণ শটে গোল করে তাক লাগিয়ে দেন মোহাম্মদ বেলাল। পরে আবদিশাকুর আহমেদ মোহামেদ করেন দ্বিতীয় গোল।

সোমালিয়ার শিক্ষার্থী আবদিশাকুর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে কৃষি বিভাগে পড়ছেন। বছর চারেক ধরে আছেন বাংলাদেশে। শুধু আবদিশাকুর নন, এই ম্যাচে জয়ী দলের হয়ে খেলেছেন আরও তিন বিদেশি শিক্ষার্থী। অর্থনীতি বিভাগে পড়ুয়া মঙ্গোলিয়ার হাসানি এবং বাকি দুজন ভুটানের বরুণ ঘালি ও মানি কুমার। ভুটানের দুজনই পড়েন নার্সিংয়ে। আইইউবিএটির জয়ে এই চার বিদেশি শিক্ষার্থীই রেখেছেন বড় ভূমিকা।

তবে সবাইকে ছাপিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সোমালিয়ার আবদিশাকুর। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আশরাফউদ্দিন আহমেদ চুন্নু ও ইস্পাহানি টি লিমিটেডের জ্যেষ্ঠ বিভাগীয় মহাব্যবস্থাপক আবদুস সাত্তার। এমন আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে উচ্ছ্বসিত আবদিশাকুর বলেন, ‘দারুণ একটা আয়োজনের অংশ হতে পেরে আমি গর্বিত। আমরা অনেক দূর যেতে চাই এই টুর্নামেন্টে।’

ড্যাফোডিল ইন্টারন্যাশাল ইউনিভার্সিটি–ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ম্যাচের একটি মুহূর্ত

দিনের দ্বিতীয় ম্যাচে ড্যাফোডিল ইন্টারন্যাশাল ইউনিভার্সিটির সামনে শেষ পর্যন্ত দাঁড়াতে পারেনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিকে। একপর্যায়ে ড্যাফোডিল ৩-০ করছে, প্রতিপক্ষ ৩-২ করলেও চূড়ান্ত স্কোরলাইন ৫-২। যার মধ্যে হ্যাটট্রিক করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মাহবুবুর রহমান জুয়েল। এই ফরোয়ার্ড বাংলাদেশের শীর্ষ লিগে পুলিশ এফসি, শেখ রাসেল, শেখ জামালের মতো দলে খেলেছেন। পুরস্কার নিয়ে জুয়েল ছিলেন খুশি, ‘গতবার আমরা ফাইনাল খেলতে পারিনি, এবার ফাইনাল শুধু নয়, আমরা চ্যাম্পিয়ন হতে চাই।’

ড্যাফোডিলের মাঠে যেহেতু খেলা হচ্ছে, তাদের একরকম স্বাগতিক দলও বলা যায়। গত বছর দলটি সেমিফাইনাল থেকে বিদায় নেয়। এবার আশা চ্যাম্পিয়ন হওয়ার। তবে প্রথম ম্যাচ নিয়ে খানিকটা চিন্তায় ছিল ড্যাফোডিল। নিয়মিত খেলোয়াড়েরা না থাকায় আজ স্কোয়াডে মাত্র ১২ জন খেলোয়াড় ছিল দলটির।

জুয়েল ছাড়াও প্রিমিয়ার লিগে ইয়ংমেন্স ফকিরেরপুলে নাম লেখানো অমিত খেলেছেন। প্রিমিয়ার লিগের ১০ জন খেলোয়াড়কে আজ তারা পায়নি লিগে নিজ নিজ ক্লাবের খেলা থাকায়।

ড্যাফোডিল ইন্টারন্যাশাল ইউনিভার্সিটির মাঠে খেলা। স্বাভাবিকভাবেই ড্যাফোডিল সমর্থন বেশি পেয়েছে

তাঁদের মধ্যে গতবারের অধিনায়ক ও জাতীয় দলের ডিফেন্ডার রহমত মিয়া এবার খেলছেন ব্রাদার্সে, জাতীয় দলের আরেক ডিফেন্ডার ইসা ফয়সাল, শাহেদ, দিপক পুলিশে, ফাহিম মোর্শেদ ও সোহান চট্টগ্রাম আবাহনীতে, মাহদুদ ফাহিম, দিপু ও রাজীব মোহামেডানে, ফয়সাল ফাহিম বসুন্ধরা কিংসে।

ড্যাফোডিলের আশা, পরের ম্যাচে সেরা দল নিয়ে তারা খেলতে পারবে।