আল নাসরের কোচ খুশি নন রোনালদোদের ওপর
আল নাসরের কোচ খুশি নন রোনালদোদের ওপর

রোনালদোদের নিয়ে খুশি নন আল নাসর কোচ

সৌদি প্রো লিগে আবারও ধাক্কা খেয়েছে আল নাসর। পয়েন্ট তালিকার ১১তম স্থানে থাকা আল ফেইহার সঙ্গে গোলশূন্য ড্র করে লিগ লড়াইয়ে আরও পিছিয়ে পড়েছে তারা। এ মুহূর্তে ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আল ইতিহাদ। আল নাসর ইতিহাদের চেয়ে পিছিয়ে ৩ পয়েন্টে। সমানসংখ্যক ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর দলের পয়েন্ট ৫৩। পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে আল শাবাব ও আল হিলাল।

১১ নম্বর দলের বিপক্ষে গোলশূন্য ড্র আল নাসরের জন্য যে কত বড় ধাক্কা ছিল, সেটি বোঝা গেছে ম্যাচের শেষেই। রোনালদো হারিয়ে বসেছিলেন মেজাজ। নিজের ওপরই ছিলেন অসন্তুষ্ট। বেশ কয়েকটি সহজ সুযোগ পর্তুগিজ তারকা নষ্ট করেছেন। হতাশাটা তাই আড়াল করতে পারেননি। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে তর্কে জড়িয়েছেন। মাঠ ছেড়ে যান সৌজন্য করমর্দন ছাড়াই।

আল ফেইহার সঙ্গে ড্র করেছে রোনালদোর দল। ফেইহা সৌদি লিগে এই মুহূর্তে ১১ তম স্থানে আছে

আল নাসরে গত জানুয়ারিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ১১ গোল করেছেন রোনালদো। ফেইহার বিপক্ষে গোলকিপারকে একা পেয়েও একটি সুযোগ নষ্ট করেছেন। ম্যাচের শেষ দিকে একটি সুযোগ নষ্ট করেছেন, যেটিতে পা ছোঁয়ানোই যথেষ্ট ছিল।

রোনালদো কি আল নাসরকে শিরোপা জেতাতে পারবেন

আল নাসরের পারফরম্যান্সে অসন্তুষ্ট কোচ লুইস গার্সিয়াও। সৌদি স্পোর্টস কোম্পানির সঙ্গে সাক্ষাৎকারে নিজের ক্ষোভ লুকাতে পারেননি কোচ, ‘আল ফেইহার বিপক্ষে ম্যাচে আমরা ড্র করেছি। এই ফল মোটেও গ্রহণযোগ্য নয়, আমি খুবই অসন্তুষ্ট। আমি খেলোয়াড়দের পারফরম্যান্সেও সন্তুষ্ট নই। আল আদালাহর বিপক্ষে ৫–০ গোলে জয়ের ম্যাচে সবাই যেভাবে খেলেছে, ফেইহার বিপক্ষে সেই পারফরম্যান্স অনুপস্থিত ছিল। এখনো ৭টি ম্যাচ বাকি আছে। আমরা ভালো করতে চাই। কাজটা কঠিন নয়, ফুটবলে সবকিছুই সম্ভব।’

গত মাসে রোনালদোকে নিয়েও আল ইতিহাদের কাছে হেরেছে আল নাসর। ফেইহার বিপক্ষে গোলশূন্য ড্র করার পর লিগ জয়ের সম্ভাবনা আরও একটু দূরে সরে গেছে। ১৮ এপ্রিল সৌদি লিগের আরেক শীর্ষ দল আল হিলালের বিপক্ষে ম্যাচটি এখন নাসরের জন্য রীতিমতো ‘আগুন লড়াই’।