ল্যাঙ্কাশায়ারের টার্ফ মুর, সাসেক্সের ফালমার এবং ম্যানচেস্টারের ইতিহাদ গতকাল রাতে মিলেছিল একই বিন্দুতে। তিনটি মাঠেই আলাদাভাবে হয়েছে তিন হ্যাটট্রিক। ইতিহাদে ফুলহামের বিপক্ষে ম্যানচেস্টার সিটির হয়ে মৌসুমের প্রথম হ্যাটট্রিকটি করেছেন সিটির গোলমেশিন আর্লিং হলান্ড। ফালমার স্টেডিয়ামে নিউক্যাসলের বিপক্ষে ব্রাইটনের ৩-১ গোলের জয়ে ৩ গোলই করেছেন ইভান ফার্গুসন।
আর বার্নলির বিপক্ষে তাদের মাঠ টার্ফ মুরে ৫-২ গোলের জয়ে হ্যাটট্রিক করেছেন টটেনহাম তারকা সন হিউং-মিন। আর এই তিন হ্যাটট্রিক মনে করিয়ে দিয়েছে ২৮ বছর পুরোনো এক স্মৃতিকে। ১৯৯৫ সালের ২৩ সেপ্টেম্বর একই দিনে প্রিমিয়ার লিগের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন রবি ফাউলার, অ্যালেন শিয়ারার ও টনি ইয়েবোয়াহ।
ব্রাইটনের হয়ে প্রতিদিনই কোনো না কোনো তরুণ মুখ জ্বলে উঠছে।সেই ধারাবাহিকতায় গতকালের দিনটি ছিল ফার্গুসনের। এই ম্যাচে তাঁর অবশ্য খেলার কথা ছিল না। ড্যানি ওয়েলবেক চোটে থাকায় সুযোগ পান ফার্গুসন। আর ঘরের মাঠে ১৮ বছর বয়সী ফার্গুসন রীতিমতো বিধ্বংসী রূপ ধারণ করেন। ম্যাচের ২৭ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে বক্সের কাছাকাছি জায়গায় বল পেয়ে লক্ষ্যভেদ করেন ফার্গুসন।
প্রথম গোলটিতে ভাগ্যের ছোঁয়া থাকলেও দ্বিতীয়টি অনেক দিন মনে রাখার মতো। বক্সের বেশ বাইরে থেকে জোরালো শটে নিউক্যাসল গোলরক্ষককে পরাস্ত করেন এই আইরিশ তরুণ। এরপর ৭০ মিনিটে নিজের ও দলের তৃতীয় গোলটি করেন এই তরুণ স্ট্রাইকার। প্রতিপক্ষ খেলোয়াড়দের গড়া রক্ষণব্যূহ ভেদ করতে শট নেন ফার্গুসন। তাঁর সেই শটে বল প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে লেগে দিক বদলে জড়ায় জালে। আর ফার্গুসন পেয়ে যান দুর্দান্ত এক হ্যাটট্রিক।
হ্যারি কেইন টটেনহাম ছাড়ার পর দলটির স্কোরিং–সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিল অনেকে। তবে সেসব প্রশ্নের উত্তর আপাতত ভালোমতোই দিয়েছেন সন হিউং-মিন; যেন বুঝিয়ে দিয়েছেন, গোল করা বড় কোনো সমস্যা নয়। বার্নলির বিপক্ষে তাদের মাঠে সন আদায় করেছেন দারুণ এক হ্যাটট্রিক। শুরুতে পিছিয়ে পড়া দলকে দারুণ এক ফিনিশিংয়ে সমতায় ফেরান সন। পরের দুটি গোলও এসেছে স্ট্রাইকারসুলভ নিখুঁত ফিনিশিংয়ে। দুটি গোলেই তাঁর প্লেসিং ও পজিশন ছিল দুর্দান্ত। সামনের দিনগুলোতেও সনের কাছ এমন দারুণ কিছু গোলের প্রত্যাশা থাকবে টটেনহাম সমর্থকদের।
আর সিটির হয়ে হলান্ড যেন গত মৌসুমটাকেই ফিরিয়ে এনেছেন। গতবার প্রথম চার ম্যাচে হলান্ডের গোল ছিল যথাক্রমে ২, ০, ১ ও ৩, যা এবারও হুবহু একই। তবে এ ধারা অব্যাহত থাকলে পরের ম্যাচের প্রতিপক্ষ ওয়েস্ট হামের জন্য দুঃসংবাদই অপেক্ষা করছে। কারণ, গতবার পঞ্চম ম্যাচে গিয়ে টানা দ্বিতীয় হ্যাটট্রিক করেছিলেন হলান্ড।
গতবার হলান্ড নিজের প্রথম হ্যাটট্রিকটা করেছিলেন ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে আর এবার করলেন ফুলহামের বিপক্ষে। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ম্যাচ যখন ১-১ সমতায়, তখন পায়ের টোকায় নিজের প্রথম গোলটি করেন হলান্ড। এরপর দ্বিতীয় গোলটি করেন পেনাল্টিতে। আর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক।