বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা
বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা

ভারত–ম্যাচের আগে কেন সৌদি আরবে যেতে চান কাবরেরা

বাফুফের সঙ্গে নতুন চুক্তি করার পর আজই প্রথম সংবাদমাধ্যমের সামনে এসেছেন হাভিয়ের কাবরেরা। নিজের চুক্তি, সামনে থাকা এশিয়ান কাপের বাছাইপর্ব, হামজা চৌধুরীর বাংলাদেশে খেলার যোগ্যতা অর্জনসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ।

নতুন চুক্তি করা বাংলাদেশ কোচের প্রথম চ্যালেঞ্জ ২০২৭ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ। আগামী ২৫ মার্চ ম্যাচটি হওয়ার কথা শিলংয়ে। সেই ম্যাচের জন্য শিলংয়ের আবহাওয়ার সঙ্গে মেলে, এমন কোথাও অনুশীলন ক্যাম্প করতে চান কাবরেরা। বাংলাদেশের কোচের কাছে সেই জায়গা সৌদি আরব।

কাবরেরা সাংবাদিকদের বলেছেন, ‘ক্যাম্প ঠিক কবে হবে, সেই দিনক্ষণ আমি নির্দিষ্ট করে বলতে পারছি না। তবে আমরা ক্যাম্পটা ফেব্রুয়ারিতে শুরু করতে চাই। ম্যাচের আগে প্রস্তুতির জন্য অন্তত চার সপ্তাহ সময় চাই।’

হামজা একজন হাইপ্রোফাইল প্লেয়ার। সে খুব দ্রুতই যেকোনো পরিবেশে মানিয়ে নিতে পারবে। আমি নিশ্চিত, সে এখানে মানিয়ে নিতে পারবে।
হাভিয়ের কাবরেরা, কোচ, বাংলাদেশ

সৌদি আরবে ক্যাম্প করতে চাওয়া নিয়ে কাবরেরার যুক্তি, ‘ক্যাম্প শুরু করা নিয়ে আমরা আলোচনা করেছি। অতীতের মতো আমরা সৌদি আরবে ক্যাম্প করতে চাই। এটা আমাদের জন্য আগের মতোই সুফল এনে দেবে। সন্ধ্যার দিকে সৌদি আরবের তাপমাত্রা ১০ ডিগ্রি থাকে। শিলং সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫০০ মিটার ওপরে, সেখানেও তাপমাত্রা ১০ ডিগ্রির চেয়ে কম হওয়ার কথা নয়। সৌদি আরবও সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে।’

হামজা চৌধুরী এখন বাংলাদেশের

বাংলাদেশের ম্যাচের কথা যখন আসছে, স্বাভাবিকভাবেই আসবে হামজা চৌধুরী খেলবেন কি না। লেস্টার সিটির এই ফুটবলারের গত মাসে বাংলাদেশের পক্ষে খেলার বিষয়টি নিশ্চিত হয়েছে। তবে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য হামজাকে পাওয়া যাবে কি না, এই প্রশ্নের উত্তরে কাবরেরা বলেছেন, ‘হামজা কখন আসবে, এ ব্যাপারে ম্যানেজমেন্ট আপনাদের সঠিক তথ্য দিতে পারবে। আমি এ বিষয়ে জানি না। সম্ভবত আন্তর্জাতিক বিরতিতে সে আসবে।’ এরপর তিনি বলেন, ‘হামজা একজন হাইপ্রোফাইল প্লেয়ার। সে খুব দ্রুতই যেকোনো পরিবেশে মানিয়ে নিতে পারবে। আমি নিশ্চিত, সে এখানে মানিয়ে নিতে পারবে।’

এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের ভালো সম্ভাবনাও দেখছেন কাবরেরা, ‘এশিয়ান কাপের বাছাইপর্ব, খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। বড় চ্যালেঞ্জ, ভারতের বিপক্ষে ম্যাচ। তবে তাদের বিপক্ষে আমাদের অতীত স্মৃতি ভালো। সৌদিতে যেতে পারলে আমরা ভালো প্রস্তুতি নিতে পারব। ঘরের মাঠের ম্যাচগুলোতে ভালো খেলতে পারলে আমাদের ভালো সম্ভাবনা আছে।’

বাংলাদেশ দলের অনুশীলনে কোচ হাভিয়ের কাবরেরা

এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের গ্রুপে ভারত ছাড়াও আছে হংকং ও সিঙ্গাপুর। তিনটি ম্যাচ ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। বাছাইপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচটিই শিলংয়ে ভারতের বিপক্ষে। সেই ম্যাচের আগে ঘরোয়া ফুটবলে স্থানীয় ফুটবলাররা ভালো খেলছেন বলে খুশি কাবরেরা, ‘ক্যাম্পের আগে আমি স্থানীয় খেলোয়াড়দের নিয়ে খুশি।’