রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি
রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি

হলান্ডকে নিয়েই আনচেলত্তির যত ভয়

শনিবার রাতে লা লিগার ম্যাচে সেল্তা ভিগোর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এসে রিয়াল কোচ কার্লো আনচেলত্তিকে কথা বলতে হলো ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিয়ে। লিগ শিরোপার দৌড়ে পিছিয়ে থাকায় রিয়ালের খেলোয়াড়, কোচ এবং সমর্থকদেরও মন পুরোপুরিভাবে মজে আছে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের শিরোপায়।

গত মৌসুমেও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও মুখোমুখি হয়েছিল এ দুই দল। যেখানে রুদ্ধশ্বাস এক জয় পায় রিয়াল। প্রথম লেগে সিটির কাছে ৪–৩ গোলে হেরে যায় রিয়াল। এরপর দ্বিতীয় লেগেও ৯০ মিনিট পর্যন্ত ১–০ গোলে পিছিয়ে ছিল সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি।

কিন্তু ৯০ মিনিট থেকে ৯৫ মিনিটের মধ্যে ৩ গোল করে ম্যাচের গতিপথ বদলে দেয় চ্যাম্পিয়নস লিগের ১৪ বারের শিরোপাধারীরা। দুই লেগ মিলিয়ে শেষ পর্যন্ত ৬–৫ গোলের অগ্রগামিতায় ফাইনালে চলে যায় রিয়াল।

সব মিলিয়ে এবারও সেমিফাইনালে অনেকের কাছে ফেবারিট রিয়াল। যদিও ফেবারিট কারা, তা নিয়ে ভাবছেন না রিয়াল কোচ আনচেলত্তি। তিনি বলেছেন,‘কারা ফেবারিট, তা নিয়ে আমি ভাবছি না। আমরা দুই দলই ফাইনালের কাছাকাছি। এটা সমানে সমান ম্যাচ হবে।’

দারুণ ছন্দে আছেন হলান্ড

গত মৌসুমের দল থেকে এবার ম্যান সিটিতে বড় একটি পার্থক্য আছে। সেই পার্থক্যের নাম আর্লিং হলান্ড। সংবাদ সম্মেলনে আনচেলত্তিও মনে করিয়ে দিলেন হলান্ডের কথা, ‘তাদের এমন একজন খেলোয়াড় আছে, হলান্ড, যে কিনা অনেক গোল করতে পারে। ম্যাচের রূপ বদলে দেওয়ায় কিংবা বলের দখল রাখার ক্ষেত্রেও তারা দারুণ। আমাদের তাদের চেয়ে ভালো উপায় খুঁজে বের করতে হবে।’

শেষ আটে বায়ার্নকে বিদায় করে সিটি কোচ পেপ গার্দিওলা বলেছিলেন, চ্যাম্পিয়নস লিগ জিততে হলে রিয়ালকে হারিয়েই জিততে হবে। গার্দিওলার মুখে রিয়ালের প্রশংসা শুনে খুশি হয়েছেন আনচেলত্তিও, ‘মাদ্রিদ খুবই সমীহ জাগানো একটি দল। এটা খুব ভালো ব্যাপার। আর গার্দিওলার মতো কোচ এটা বলেছে, যা আরও বেশি ভালো লাগে।’