স্পেন–ব্রাজিল ম্যাচ সামনে রেখে দুই দলের খেলোয়াড়দের জার্সি বিনিময়
স্পেন–ব্রাজিল ম্যাচ সামনে রেখে দুই দলের খেলোয়াড়দের জার্সি বিনিময়

১১ বছর পর মুখোমুখি স্পেন–ব্রাজিল, সুপার কম্পিউটারের ফেবারিট স্পেন

২০১৩ সালের ৩০ জুন—মারাকানায় মুখোমুখি ব্রাজিল ও স্পেন। সে ম্যাচে স্পেনকে ৩–০ গোলে হারিয়ে চতুর্থবারের মতো কনফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। ফুটবল মাঠে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের সেটিই ছিল শেষ দেখা।

আরেকটি স্পেন–ব্রাজিল দ্বৈরথ দেখতে ভক্তদের ১১ বছরের অপেক্ষা ফুরাচ্ছে আজ। মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে আজ বাংলাদেশ সময় রাত ২টা ৩০ মিনিটে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিপরীত অভিজ্ঞতা নিয়ে ম্যাচটি খেলতে নামবে দুই দল। মার্চের আন্তর্জাতিক উইন্ডোতে নিজেদের প্রথম ম্যাচে ওয়েম্বলিতে স্বাগতিক ইংল্যান্ডকে ১–০ গোলে হারিয়েছে ব্রাজিল। ১৭ বছর বয়সী এনদ্রিকের গোল জিতিয়েছে ব্রাজিলকে। অন্যদিকে ঘরের মাঠে কলম্বিয়ার কাছে ১–০ গোলে হেরেছে স্পেন

স্পেন–ব্রাজিল সর্বশেষ ২০১৩ সালে ফিফা কনফেডারেশনস কাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল

টানা তিন ম্যাচ হারার পর জয় তুলে নেওয়া ব্রাজিলের দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোর জন্য তো বানার্ব্যু ঘরের মাঠেই। ব্রাজিল ফুটবলের নতুন চমক এনদ্রিকও আগামী মৌসুমে যোগ দেবেন রিয়ালে। টানা ছয় ম্যাচ জয়ের পর প্রথম হারের দেখা পাওয়া স্পেনকে তাঁরা আরেকটি হার উপহার দিতে পারবেন কি?

চোটের কারণে নেইমার, আলিসন, এদেরসন, মার্তিনেল্লি, কাসেমিরো ও মার্কিনিওসের মতো তারকাদের বাইরে রেখেই দল সাজানো ব্রাজিল অনুপ্রেরণা নিতে পারে ইতিহাস থেকে। স্প্যানিশদের বিপক্ষে ৯ ম্যাচ খেলে পাঁচটিতে জিতেছে ব্রাজিল, ড্র করেছে দুটিতে। স্প্যানিশদের দুই জয়ের সর্বশেষটি ১৯৯০ সালে পাওয়া। প্রীতি ম্যাচটিতে ৩–০ গোলে জিতেছিল স্পেন। ব্রাজিলের বিপক্ষে সর্বশেষ ছয় ম্যাচের মধ্যে ওই একবারই গোলের দেখা পেয়েছে স্প্যানিশরা।

আজ সেই স্পেনের একাদশে না–ও থাকতে পারেন রদ্রি। ব্যক্তিগত কারণে সোমবার অনুশীলন থেকে ছুটি নিয়েছিলেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার। এ কারণেই তাঁর খেলা নিয়ে সংশয়।

২০১৩ ফিফা কনফেডারেশনস কাপ ফাইনালে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল

ব্রাজিল না স্পেন, কে জিতবে আজকের প্রীতি ম্যাচ? ফুটবলের তথ্য–পরিসংখ্যান বিশ্লেষণী প্রতিষ্ঠান ‘অপ্টা’র সুপার কম্পিউটার এ ম্যাচে ফেবারিট হিসেবে দেখিয়েছে স্পেনকেই। সুপার কম্পিউটারের হিসাবে স্পেনের জয়ের সম্ভাবনা ৪৩.৯%, অন্যদিকে ব্রাজিলের সম্ভাবনা ২৭%।

তবে ইউরোপীয় দলগুলোর বিপক্ষে প্রীতি ম্যাচের সাম্প্রতিক ফল থেকে আশা খুঁজে নিতে পারে ব্রাজিল। ইউরোপের দলগুলোর বিপক্ষে খেলা সর্বশেষ ১২টি প্রীতি ম্যাচের ১১টিতেই জিতেছে ব্রাজিল, ড্র হয়েছে অন্য ম্যাচটি। ওই ১২ ম্যাচে ২৬ গোল করা ব্রাজিলিয়ানরা খেয়েছে মাত্র ৪টি গোল। প্রীতি ম্যাচে ব্রাজিল সর্বশেষ ইউরোপীয় দলের কাছে হেরেছে ২০১৩ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে।