সব কিছুর বিনিময়ে দেশের হয়ে ট্রফি জিততে চান কেইন
সব কিছুর বিনিময়ে দেশের হয়ে ট্রফি জিততে চান কেইন

ক্যারিয়ারের সব অর্জনের বিনিময়ে ইউরো জিততে চান কেইন

১৯৬৬ বিশ্বকাপ জয়ের পর আর কখনো বড় শিরোপার দেখা পায়নি ইংল্যান্ড। গত ইউরোতে শিরোপার দ্বার প্রান্তে গিয়েও ফাইনালে হেরে ফিরে আসতে হয়েছে হতাশা নিয়ে। সেবার ইতালির কাছে টাইব্রেকারে হেরেছিল ইংলিশরা।

তবে এবার আর ফাইনাল থেকে হতাশা নিয়ে ফিরতে চান না ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। যেকোনো মূল্যে আজ রাতের ফাইনালে স্পেনকে হারিয়ে ট্রফি নিয়েই ফিরতে চান ঘরে। এমনকি এই ট্রফির জন্য কেইন ক্যারিয়ারের সব অর্জনও বিনিময় করতে রাজি আছেন বলে মন্তব্য করেছেন।

ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন ৯৭ ম্যাচে করেছেন ৬৬ গোল। বিশ্বকাপের গোল্ডেন বুটসহ একাধিক ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের ট্রফি আছে তাঁর ক্যাবিনেটে। তবে কেইনের ক্যারিয়ারে বড় আক্ষেপ, এখন পর্যন্ত তিনি বড় কোনো শিরোপা জিততে পারেননি। সেটা মনে করিয়ে দিয়ে এবার ইতিহাস বদলাতে প্রত্যয়ী বলে মন্তব্য করেছেন কেইন।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কেইন বলেছেন, ‘এটা গোপন কিছু না যে আমি এখন পর্যন্ত দলীয় কোনো ট্রফি জিতিনি। কিন্তু প্রতিনিয়ত আরও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এবং এটা বদলানোর জন্য উজ্জীবিত হয়েছি। আগামীকাল (আজ রাত) রাতে আমার সামনে সুযোগ আছে অন্যতম বড় শিরোপাগুলোর একটি জেতার এবং দেশের হয়ে ইতিহাস গড়ার।’

অনুশীলনে কেইন

এমনকি দেশের হয়ে ট্রফি জিততে প্রয়োজনে ব্যক্তিগত ট্রফিগুলোও ফিরিয়ে দিতে চান তিনি, ‘ইংলিশ হিসেবে আমি গর্বিত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ক্যারিয়ারে আমি যা করেছি, একটি বিশেষ রাতের জন্য এবং ম্যাচটি জেতার জন্য সব বিনিময় করতে রাজি আছি।’

এই রাতটি নিজের করে নিতে নিজের সবটুকু উজাড় করে দিতে চান বলেও জানিয়েছেন কেইন, ‘এখন থেকে সেই মুহূর্ত পর্যন্ত অনেক পরিশ্রম করতে হবে। আমি প্রস্তুত। এখন আমি এই রাতটিকে বিশেষ কিছু করে তুলতে চাই।’