লা লিগায় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে বার্সেলোনা। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে লিগে অবস্থানে তিনে। দ্বিতীয় স্থানে থাকা জিরোনার পয়েন্ট ৫৯ আর রিয়াল শীর্ষে আছে ৬৬ পয়েন্ট নিয়ে। চ্যাম্পিয়নস লিগে বার্সা শেষ ষোলোতে উঠলেও খুব যে ছন্দে আছে, তা বলা যাবে না। নাপোলির মাঠ থেকে প্রথম লেগ ১–১ গোলে ড্র করে এসেছে তারা।
সব মিলিয়ে ক্লাবটির সাবেক ডিফেন্ডার জেরার্ড পিকে দুদিন আগে বলেছেন, ‘বার্সা সমর্থকেরা সত্যটা জানতে চায়। যদি আমরা এই বাস্তবতার মধ্যে থাকি, আমাদের এসব কথা বলতে হবে। একটা বিভ্রান্তি তৈরি করে বলতে পারি না যে আমরা চ্যাম্পিয়নস লিগ জিততে যাচ্ছি; যখন আমাদের প্রতিদ্বন্দ্বিতা করার মতো অর্থই নেই।’
পিকের এই মন্তব্যের পর বার্সেলোনার সমর্থকদের জন্য একটি খোলা চিঠি প্রস্তুত করেছেন ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তা। সেই চিঠিতে তিনি ক্লাবের বর্তমান আর্থিক, সামাজিক ও ক্রীড়া পরিস্থিতি তুলে ধরেছেন। একই সঙ্গে তিনি সব সমস্যা সমাধানে এগিয়ে আসতে সমর্থকদের সংগঠিত থাকতেও আহ্বান জানিয়েছেন।
বার্সেলোনার সভাপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে ৩ বছর কাটিয়ে দেওয়া লাপোর্তা ক্লাবের সমর্থকদের কাছে যে খোলা চিঠি প্রস্তুত করেছেন, সেটি স্পেনের সংবাদমাধ্যম ‘স্পোর্ত’–এর কাছে আছে। এই চিঠিতে তিনি সার্বিক পরিস্থিতি তুলে ধরতে চেয়েছেন। সেখানে দেখিয়েছেন, তিনি সভাপতি হওয়ার সময় ক্লাবের যে বাজে আর্থিক পরিস্থিতি ছিল, সেই তুলনায় এখন অনেকটাই উন্নতি হয়েছে।
চিঠিতে তিনি লিখেছেন, ‘যে কাজ হয়েছে, বোর্ড পরিচালকেরা খুব গর্বিত। সন্দেহাতীতভাবে বার্সা সঠিক পথেই আছে। প্রতিষ্ঠান খুবই শক্তিশালী। ক্লাব খুব ভালোভাবেই সুসংগঠিত। আমরা এটা বলতে পারি যে প্রতিভা, সাহস আর পেশাদারত্ব মিলিয়ে ক্লাব আরও শক্তিশালী হতে পারে। অনেক কর্মকর্তার প্রচেষ্টা আছে। তাদের ছাড়া এই ক্লাবকে রক্ষা করার মিরাকল ঘটতে পারত না।’
লাপোর্তা এরপর তাঁর সভাপতি হওয়ার সময় ক্লাবের বাজে অবস্থায় থাকার বিষয়টি তুলে ধরে লিখেছেন, ‘ক্লাবের তহবিল ছিল ঋণাত্মক এবং ঋণ ছিল বিশাল অঙ্কের। একটা প্রাইভেট কোম্পানি ফতুর হয়ে যেতে পারত। আমরা এই হুমকির মুখেও দমে যাইনি। আমরা সাহসী সিদ্ধান্ত নিয়েছি।’
ক্লাবের বর্তমান আর্থিক অবস্থার বিবরণ লাপোর্তা দিয়েছেন এভাবে, ‘আয়ের দিক থেকে পরিষ্কার উন্নতি আছে। ক্রীড়া ক্ষেত্রে বেতন–ভাতা কমানো হয়েছে, যেটা ২০২১–২২ মৌসুমে মোট আয়ের ৯৮ শতাংশ থেকে কমিয়ে চলতি মৌসুমে ৫৭ শতাংশ করা হয়েছে।’
খোলা চিঠিটি এখনো কোনো উন্মুক্ত প্ল্যাটফর্মে (ক্লাবের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম পেজ) প্রকাশ করা হয়নি।