ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবে আসার আগে আল নাসর লিগের শীর্ষে ছিল। কিন্তু রোনালদো আসার পর পাঁচ মাস না যেতেই আল নাসর মোটামুটি সবই হারিয়েছে। লিগে শীর্ষে আর নেই, সেমিফাইনালেই বিদায়ঘণ্টা বেজে গেছে কিং কাপে। আল–হিলাল কিংবা আল ইতিহাদের মতো বড় প্রতিদ্বন্দ্বীদের কাছেও হারতে হয়েছে। পর্তুগাল তারকা ও পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনালদো কিছুই করতে পারেননি। রোনালদো নিজে অবশ্য খুব খারাপ খেলছেন না। ১৫ ম্যাচে করেছেন ১২ গোল। কিন্তু সেটি আল নাসরের জন্য যথেষ্ট হয়নি।
সৌদি আরবে রোনালদোর অবস্থান বিতর্কমুক্ত নয়। কিছুদিন আগেই আল ওয়েদারের বিপক্ষে কিং কাপের সেমিফাইনাল হারের পর দর্শকেরা ‘মেসি’ ‘মেসি’ বলে চিৎকার করার পর রোনালদো কুৎসিত অঙ্গভঙ্গি করেছিলেন। অশ্লীল সেই কাণ্ডের পর রোনালদোকে সৌদি আরব থেকে বের করে দেওয়ারও দাবি উঠেছিল। আপাতত সেই বিতর্ক পেছনে ফেলে রিয়াল মাদ্রিদের সাবেক এই ফরোয়ার্ড খেলে যাচ্ছেন। আল নাসরের সর্বশেষ ম্যাচে আল রায়েদের বিপক্ষে ৪–০ গোলে জয়ে গোল করেন রোনালদো। আর সেই গোল তিনি নিজের চিরাচরিত ‘সিউ’–এর মাধ্যমে উদ্যাপন করেন। রায়েদের বিপক্ষে গোলের পর রোনালদোর এমন উদ্যাপন ভালো লাগেনি আল নাসরের সাবেক পোলিশ তারকা আদ্রিয়ান মিয়েরজেউইস্কির। তিনি পোল্যান্ডের জার্সিতে খেলেছেন ৪১ ম্যাচ।
আদ্রিয়ান মিয়েরজেউইস্কি ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে খেলেছেন। টুইটারে তিনি রায়েদের বিপক্ষে গোল করে রোনালদোর উদ্দাম উদ্যাপনের সমালোচনা করেছেন ব্যাঙ্গাত্মক ভাষায়, ‘যখন আপনার দল সুপার কাপ হারিয়েছে। কিং কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। লিগে আল–হিলালের বিপক্ষে হেরেছে। শতকরা ৯৯ শতাংশ নিশ্চিত যে আপনার দল লিগ শিরোপা পাচ্ছে না এবং আপনি আল রায়েদের বিপক্ষে গোল করছেন আর দল জিতছে ৪–০ গোলে।’
মিয়েরজেউইস্কির বক্তব্য খুব পরিষ্কার। সৌদি লিগে এ মুহূর্তে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে আল নাসর। শীর্ষে আল ইতিহাদ। তাদের সঙ্গে নাসরের পয়েন্টের ব্যবধান ৩। আল শাবাব তৃতীয় আর আল হিলাল চতুর্থ। লিগে ১১ নম্বরে থাকা একটা দলের বিপক্ষে গোল করে রোনালদোর এত উচ্ছ্বসিত হওয়ার কী আছে—এমনটাই হয়তো বুঝিয়েছেন মিয়েরজেউইস্কি। আর রোনালদো আসার পর আল নাসরের এ মৌসুমে শিরোপা জয়ের আশাও যেখানে শেষ, সেখানে এমন উদ্যাপনের হেতু খুঁজে পাচ্ছেন না।
ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসে সাফল্য পেয়েছেন রোনালদো। জানুয়ারিতে ইউরোপের পাট চুকিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন। কিন্তু অবস্থাদৃষ্টে এটা নিশ্চিত, ইউরোপের বাইরে রোনালদো তাঁর প্রথম মৌসুমটি শেষ করতে যাচ্ছেন কোনো সাফল্য ছাড়াই।