বিশ্বকাপের ছবি

ছবির গল্পে ট্রফি নিয়ে মেসিদের ছাদখোলা বাসভ্রমণ

বিশ্বকাপ জয়ের পর প্রথম উৎসবটা লিওনেল মেসিরা করেছেন মাঠে। মেসি আর তাঁর সতীর্থদের সেই উৎসবে সেখানে যোগ দিয়েছেন পরিবারের সদস্যরা। উৎসব ছিল লুসাইল আইকনিক স্টেডিয়ামের গ্যালারিতে। কাতারের গণ্ডি পেরিয়ে যে উৎসব ছড়িয়ে পড়ে আর্জেন্টিনাসহ পুরো বিশ্বে। মেসি বিশ্বকাপ জয়ের পর থেকে বলে আসছিলেন—ট্রফি নিয়ে দেশে ফিরতে তর সইছে না তাঁর। দেশের মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে চান তিনি। আর্জেন্টাইনরাও অপেক্ষা করছিলেন বিশ্বকাপ ট্রফি নিয়ে কখন দেশে ফিরবেন তাঁদের মহানায়ক। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। দেশে ফিরেছেন মেসি। বুয়েনস এইরেসে চলছে ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের উৎসব—
বিশ্বকাপ ট্রফি নিয়ে বিমান থেকে নামছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও কোচ লিওনেল স্কালোনি
চারদিকে শুধু মানুষ আর মানুষ। সবাই এসেছেন ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মহানায়ক লিওনেল মেসিকে দেখতে, আর্জেন্টিনার খেলোয়াড়দের সঙ্গে ট্রফি জয়ের উদ্‌যাপন করতে
বিশ্বকাপের আসল ট্রফি দেখতে এসে রেপ্লিকা ট্রফির দিকে তাকিয়ে আছে এক আর্জেন্টাইন শিশু
নাচে–গানে মেসিদের দেশে ফেরার অপেক্ষার আর্জেন্টিনার মানুষ
ছাদখোলা বাসে আর্জেন্টাইন খেলোয়াড়দের উচ্ছ্বাস
ছাদখোলা বাসে সময়টা বেশ উপভোগ করছিলেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা
মেসিদের নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছে ছাদখোলা বাস। আর্জেন্টিনার বিশ্বজয়ী খেলোয়াড়দের একটু ছুঁয়ে দেখার চেষ্টা দেশটির মানুষের
মেসিরা ফিরেছেন দেশে, ট্রফি নিয়ে এগিয়ে চলছেন ছাদখোলা বাসে। আনন্দ প্রকাশে আতশবাজি ফোটাচ্ছেন মানুষ
ছাদখোলা বাসের এক প্রান্তে একটু ছাদও আছে। মেসি সতীর্থদের সঙ্গে উঠে বসলেন সেখানে
মেসিরা নাচছেন বাসের ছাদে, রাস্তায় নাচছেন আর্জেন্টিনার মানুষ। নাচেগানে বিশ্বজয় উদ্‌যাপন করছেন সবাই