একটি চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন পিএসজির বহুদিনের। চ্যাম্পিয়নস লিগ জিততে ২০১৭ সালে ট্রান্সফার ফির রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে নেইমারকে দলে ভিড়িয়েছে তারা। মোনাকো থেকে নিয়ে এসেছে কিলিয়ান এমবাপ্পেকে। এই জুটিতে স্বপ্ন পূরণ না হওয়ায় ২০২১ সালে লিওনেল মেসিকে এনে আক্রমণভাগে বানিয়েছে এমএনএম ত্রয়ী।
কিন্তু স্বপ্ন পূরণ হয়নি পিএসজির। ২০২০ সালে বায়ার্ন মিউনিখের কাছে ফাইনালে হেরে রানার্সআপ হওয়াই এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে পিএসজির সেরা সাফল্য। এবার আবার স্বপ্ন পূরণের অভিযানে নামবে পিএসজি। সেটাও আবার মেসি-নেইমারকে ছাড়া। পিএসজি ছেড়ে মেসি ইন্টার মায়ামি আর নেইমার আল হিলালে নাম লিখিয়েছেন।
পিএসজির স্বপ্নের সারথি এবার বলতে গেলে এমবাপ্পে একাই। এমবাপ্পে একা কি পারবেন পিএসজির স্বপ্ন পূরণ করতে? এর উত্তর জানতে আরও অপেক্ষা করতে হবে। কিন্তু স্বপ্ন পূরণের অভিযানে এবার শুরুতেই কঠিন বাধার সামনে পড়তে হচ্ছে পিএসজিকে। অন্য বড় ক্লাবগুলোর তুলনায় কঠিন গ্রুপে যে পড়েছে তারা।
‘এফ’ গ্রুপে পিএসজির সঙ্গে আছে জার্মানির ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড, ইতালির এসি মিলান ও ইংল্যান্ডের নিউক্যাসল ইউনাইটেড। সাতবারের ইউরোপসেরার মুকুট জেতা মিলান গত মৌসুমে ইতালিয়ান সিরি ‘আ’তে চতুর্থ হয়ে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিয়েছে। ২০০৭ সালে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা ক্লাবটি মাঝে অনেক দিন নিজেদের হারিয়ে খুঁজছিল। সম্প্রতি আবার নিজেদের ফিরে পেতে শুরু করেছে তারা।
বরুসিয়া ডর্টমুন্ডেরও আছে ইউরোপ সেরার মুকুট। ১৯৯৭ সালের চ্যাম্পিয়নস লিগ জেতা দলটির নিজেদের দিনে যেকোনো বড় ক্লাবকে চমকে দেওয়ার সামর্থ্য আছে। রইল বাকি নিউক্যাসল। অ্যালান শিয়ারারের সাবেক ক্লাবটি সর্বশেষ দুই-তিনটি দলবদলে ভালো কিছু চুক্তি করে ইউরোপের মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিজেদের গড়ে তুলেছে।
গ্রুপ ‘এ’: বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, কোপেনহেগেন, গালাতাসারাই
গ্রুপ ‘বি’: আর্সেনাল, সেভিয়া, পিএসভি আইন্দহোভেন, লাঁস
গ্রুপ ‘সি’: রিয়াল মাদ্রিদ, নাপোলি, ব্রাগা, ইউনিয়ন বার্লিন
গ্রুপ ‘ডি’: ইন্টার মিলান, বেনফিকা, সালজবুর্গ, রিয়াল সোসিয়েদাদ
গ্রুপ ‘ই’: আতলেতিকো মাদ্রিদ, ফেইনুর্দ, লাৎসিও, সেল্টিক
গ্রুপ ‘এফ’: পিএসজি, বরুসিয়া ডর্টমুন্ড, এসি মিলান, নিউক্যাসল
গ্রুপ ‘জি’: ম্যানচেস্টার সিটি, লাইপজিগ, রেড স্টার বেলগ্রেড, ইয়াং বয়েজ
গ্রুপ ‘এইচ’: বার্সেলোনা, পোর্তো, শাখতার দোনেৎস্ক, রয়্যাল অ্যান্টওয়ার্প