সপরিবার ক্রিস্টিয়ানো রোনালদো
সপরিবার ক্রিস্টিয়ানো রোনালদো

রোনালদোর ‘ঘরের শত্রু বিভীষণ’ তাঁর ছোট ছেলে

ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ছেলে বাবার পথেই হাঁটছে। ক্রিস্টিয়ানো জুনিয়র বেছে নিয়েছে ফুটবল। রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেড বা আল–নাসর—রোনালদো যখন যে ক্লাবে খেলতে যাচ্ছেন, ক্রিস্টিয়ানো জুনিয়র সেখানকার একাডেমিতেই খেলছে।

কিন্তু রোনালদোর ছোট ছেলে মাতেও তেমন নয়! ফুটবল পছন্দ করে সে–ও। তবে বাবা যে ক্লাবে খেলবেন, সেই দলেরই যে সমর্থন করতে হবে, সেটা সে মানছে কই!

ক্রিস্টিয়ানো রোনালদো এবং তাঁর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ

ম্যানচেস্টার ইউনাইটেডের পর রিয়াল মাদ্রিদেও রোনালদো কাটিয়েছেন তাঁর সেরা সময়। স্পেনের ফুটবলে খেলার সময় রিয়ালের রোনালদোর সবচেয়ে বড় ‘শত্রু’ ছিল বার্সেলোনা। তুমুল এই প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে সব সময়ই জিততে চাইতেন তিনি।

ফুটবলে রোনালদোর সবচেয়ে বড় দ্বৈরথটাই ছিল বার্সেলোনার আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে। অথচ রোনালদোর ছোট ছেলে মেসির সেই সাবেক ক্লাব বার্সেলোনাকেই পছন্দ করে! রোনালদোর ঘরে বসেই সে বার্সেলোনার জার্সি পরে উচ্ছ্বাস দেখায়! মজা করে কেউ বলতেই পারেন, রোনালদোর ‘ঘরের শত্রু বিভীষণ’ তাঁর ছোট ছেলে!

বিষয়টি অবশ্য মজা হিসেবেই নিয়েছেন রোনালদোর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ। মাতেওর বার্সেলোনার জার্সি পরে উচ্ছ্বাসের দৃশ্য ভিডিও করে তা ইনস্টাগ্রামে দিয়েছেন জর্জিনা। ভিডিওতে দেখা যায়, রোনালদোর তিন সন্তান আলানা মার্তিনা, ইভা ও মাতেও ঘরে একটি সোফার ওপর উঠে নাচছে। মাঝে থাকা মাতেও পরে আছে বার্সেলোনার জার্সি।

মাতেওর কাণ্ড দেখে জর্জিনা খুব হাসছিলেন। ভিডিওতে জর্জিনাকে দেখা না গেলেও তাঁর হাসির শব্দ ঠিকই শোনা গেছে।