কোপা আমেরিকায় আজ কলম্বিয়ার বিপক্ষে দুটি লক্ষ্য ছিল ব্রাজিলের। এক, জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ নিশ্চিত করা। দুই, ভিনিসিয়ুস জুনিয়র, এদের মিলিতাও, লুকাস পাকেতা ও ওয়েন্ডেল—এই চার খেলোয়াড়ের কারও হলুদ কার্ড দেখা যাবে না কলম্বিয়ার বিপক্ষে। দেখলেই পরের ম্যাচে নিষিদ্ধ, কোয়ার্টার ফাইনালে তাঁকে পাবে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দরিভাল জুনিয়রের খেলোয়াড়েরা একটি লক্ষ্যও পূরণ করতে পারেননি।
কলম্বিয়ান অধিনায়ক হামেস রদ্রিগেজকে ম্যাচের ৭ মিনিটেই ফাউল করে হলুদ কার্ড দেখেন ব্রাজিল উইঙ্গার ভিনিসিয়ুস। তখনই নিশ্চিত হয়, ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উঠলে এ ম্যাচে রিয়াল মাদ্রিদ তারকাকে পাবে না তারা।
কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে ‘ডি’ গ্রুপের রানার্সআপ দল হিসেবে শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। কিন্তু জিতলে যেখানে পানামার মতো সহজ প্রতিপক্ষ পাওয়া যেত, ড্র করায় সেখানে মুখোমুখি হতে হবে কোপায় ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের। তারপর ভিনিসিয়ুসকেও পাওয়া যাবে না সেমিফাইনালে ওঠার লড়াইয়ে। সব মিলিয়ে পরিস্থিতি ব্রাজিলের জন্য বেশ কঠিনই হয়ে উঠল।
যদিও রাফিনিয়া এসবের কোনো কিছুকেই পাত্তা দিচ্ছেন না। কলম্বিয়ার বিপক্ষে ফ্রি কিক থেকে ১২ মিনিটে চোখধাঁধানো গোল করেন ব্রাজিলের এই উইঙ্গার। দূরপাল্লার শটে গোল পেতে পারতেন দ্বিতীয়ার্ধেও। কলম্বিয়া গোলকিপার ভারগাসের দৃঢ়তায় সে যাত্রায় আর হয়নি।
ম্যাচ শেষে রাফিনিয়া কথা বলেছেন আজকের পারফরম্যান্স এবং কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ নিয়ে, ‘দুর্ভাগ্যজনকভাবে প্রত্যাশিত ফলটা আমরা পাইনি। যে অবস্থানে থেকে আমরা কোয়ার্টার ফাইনালে উঠতে চেয়েছিলাম, সেটাও হয়নি। কিন্তু চ্যাম্পিয়ন হতে চাইলে পরের রাউন্ডে প্রতিপক্ষ কে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়া অনুচিত। যে কারও বিপক্ষে খেলার প্রস্তুতি থাকতে হবে আমাদের। চ্যাম্পিয়ন হতে চাইলে নিজেদের সেরাটা খেলার প্রস্তুতিই থাকতে হবে।’
ব্রাজিলের কোচ দরিভাল ভিনিসিয়ুসের হলুদ কার্ড দেখা এবং তাঁর পেনাল্টি না পাওয়া প্রসঙ্গে রেফারির সমালোচনা করেছেন। প্রথমার্ধ শেষ হওয়ার ২ মিনিট আগে কলম্বিয়ার বক্সে পড়ে যান ভিনিসিয়ুস। ভিএআর প্রযুক্তিতে দেখা যায়, ভিনি ফাউলের শিকার হননি, তাই পেনাল্টি দেওয়া হয়নি। ম্যাচ শেষে দরিভাল এ নিয়ে বলেছেন, ‘সেই (ভিনির ফাউল) মুহূর্তে ব্যবধান ২-০ হতে পারত। এরপরই আমরা গোল হজম করেছি। আমার মতে, এটাই পার্থক্য গড়ে দিয়েছে। স্টেডিয়ামে শুধু সে (রেফারি জেসুস ভালেনজুয়েলা) এবং ভিএআর দলই টের পায়নি যে ওটা পেনাল্টি ছিল। এতে ব্রাজিলের ক্ষতি হয়েছে। আমাদের বাস্তববাদী হতে হবে। ঘটনাটা ঘটেছে, কেউ বানায়নি। স্কোরের পার্থক্য বাড়লে ম্যাচের গতিও অন্য রকম হতো।’
প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখা ভিনি আজও হলুদ কার্ড দেখে পরের ম্যাচে নিষিদ্ধ হওয়ায় তাঁর বদলি নিয়ে ভাবতে হবে দরিভালকে। সম্ভবত ভিনির জায়গায় ১৭ বছর বয়সী স্ট্রাইকার এনদ্রিককে উরুগুয়ের বিপক্ষে খেলাতে পারে ব্রাজিল। যদিও এনদ্রিক নিজেই মনে করেন, ভিনির বিকল্প বের করা সম্ভব নয়, ‘বদলি বের করা খুব কঠিন, কারণ খেলোয়াড়টি ভিনি। তাকে ছাড়া খুব কঠিন হবে। তবে স্কোয়াডের ২৬ জনই প্রস্তুত। কে প্রতিপক্ষ, তা নিয়ে ভাবনা নেই। সবাই নিজের সেরাটাই দেবে।’
রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল।