গতকালও জোড়া গোল করেছেন হ্যারি কেইন
গতকালও জোড়া গোল করেছেন হ্যারি কেইন

জোড়া গোল করে কেইন বললেন, ‘লেভানডফস্কির রেকর্ড ছোঁয়া সম্ভব’

অভাগা যেদিকে চায়, সাগর শুকায়ে যায়!

বাংলা এই প্রবাদ হয়তো জানা নেই, কিন্তু এর ইংরেজি প্রবাদটা নিশ্চয়ই জানেন হ্যারি কেইন—ওয়ানস আনলাকি, অলওয়েস আনলাকি! বায়ার্ন মিউনিখ যখন একটি একটি শিরোপাদৌড় থেকে ঝরে পড়ছিল, কেইনকে নিয়ে লেখা বা আলোচনা হচ্ছিল এ রকমই। টটেনহামে ব্যক্তিগত পারফরম্যান্সে ভাস্বর কেইন কিছুই জিততে পারেননি। ‘কিছু জেতা’র আশায় টটেনহাম ছেড়ে কেইন বায়ার্ন মিউনিখে নাম লিখিয়েছেন চলতি মৌসুম শুরুর আগে।

কিন্তু হায়—অভাগা যেদিকে চায়, সাগর শুকায়ে যায়! কেইন যোগ দেওয়ার পরই এক দশকেরও বেশি সময় ধরে জার্মানির ফুটবলে রাজ করা বায়ার্নের হঠাৎই ছন্দপতন। প্রথম তারা ধাক্কা খায় গত বছরের আগস্টে জার্মান সুপার কাপের ফাইনালে লাইপজিগের কাছে ৩-০ গোলে হেরে। এরপর ছিটকে গেছে জার্মান কাপ থেকে। ধুঁকতে ধুঁকতে কিছুদিন আগে শেষ হয়েছে জার্মান বুন্দেসলিগার শিরোপা জয়ের আশা।

ইউরোপিয়ান গোল্ডেন শু পুরস্কার জেতা কেইনের প্রায় নিশ্চিত

বায়ার্ন এভাবে ধুঁকলেও কেইনের গল্পটা একই আছে। ব্যক্তিগত নৈপুণ্যে তিনি এখানেও ভাস্বর। বুন্দেসলিগায় নিজের প্রথম মৌসুমে করে যাচ্ছেন একের পর এক গোলের রেকর্ড। এখন তো খুব কাছে এসে দাঁড়িয়েছেন বুন্দেসলিগার এক মৌসুমে সর্বোচ্চ গোলের রবার্ট লেভানডফস্কির রেকর্ড ভাঙার কিনারে। নিজেদের মাঠে গতকাল আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে বিপক্ষে বায়ার্ন জিতেছে ২-১ গোলে। বায়ার্নের দুটি গোলই করেছেন কেইন।

ফাঙ্কফুর্টের বিপক্ষে জোড়া গোলে বায়ার্নের তেমন লাভক্ষতি হয়নি। তবে এই দুই গোলে বুন্দেসলিগায় কেইনের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৫-এ। এখন তিনি ভাবতে পারছেন বুন্দেসলিগার এক মৌসুমে বায়ার্নের সাবেক স্ট্রাইকার লেভার করা ৪১ গোলের রেকর্ড ভেঙে দেওয়া সম্ভব। যে রেকর্ডটি ২০২০-২১ মৌসুমের আগে ছিল কিংবদন্তি জার্মান ফুটবলার গার্ড মুলারের।

ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে জোড়া গোল করার পর কেইনকে এ বিষয়ে প্রশ্নও করা হয়েছিল। তার উত্তরে ইংলিশ স্ট্রাইকার বলেছেন, ‘এটা সম্ভব। কিন্তু এর জন্য অবশ্যই আমাকে এগিয়ে যেতে হবে। আশা করছি, আগামী মৌসুমে আমি কিছু গোল পাব। এটা তো হাতছোঁয়া দূরত্বেই।’ হাতছোঁয়া এই দূরত্ব, মানে লেভাকে ছুঁয়ে ফেলতে আর যে ৬ গোলের প্রয়োজন, সেটা করার জন্য কেইনের হাতে আছে ৩ ম্যাচ।

বুন্দেসলিগার এই রেকর্ড শেষ পর্যন্ত ছুঁতে বা ভাঙতে পারবেন কি না, তা পরেই জানা যাবে। এটা হলেও মৌসুম শেষে গোলের একটি অর্জন প্রায় নিশ্চিত কেইনের। ইউরোপের লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ইউরোপিয়ান গোল্ডেন শু জিততে পারেন তিনিই। ৩৫ গোল নিয়ে এখন পর্যন্ত যে তিনিই ইউরোপের সর্বোচ্চ গোলদাতা। দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বুন্দেসলিগারই ভিএফবি স্টুটগার্গের সেরহু গিরাসি, তাঁর গোল ২৫টি। তৃতীয় স্থানে থাকা পিএসজির কিলিয়ান এমবাপ্পের গোল ২৪টি।

এখনো অবশ্য ব্যক্তিগত অর্জনের সঙ্গে দলীয় সাফল্যেও উজ্জ্বল হওয়ার সুযোগ আছে কেইনের। বায়ার্ন যে এখনো টিকে আছে ইউরোপসেরার লড়াই চ্যাম্পিয়নস লিগে। আগামী পরশু সেমিফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা। কে জানে, ব্যক্তিগত অর্জনের পাশাপাশি এবার ‘অভাগা যেদিকে চায়, সাগর শুকায়ে যায়’ অপবাদটা ঘোচাতে পারবেন কি না কেইন!