রোনালদিনিও আসছেন ঢাকায়
রোনালদিনিও আসছেন ঢাকায়

রোনালদিনিওর অপেক্ষায় জামাল

সব ঠিক থাকলে ১৮ অক্টোবর ঢাকায় আসার কথা ব্রাজিলিয়ান ফুটবল মহাতারকা রোনালদিনিওর। কলকাতায় পূজার একটি ইভেন্টে অংশগ্রহণ শেষে ঢাকা হয়ে দেশে ফিরবেন ২০০২ সালে ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপজয়ী দলের এই সদস্য। ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ-এর আমন্ত্রণে কলকাতায় এরই মধ্যে এসে গেছেন রোনালদিনহো।

ঢাকায় এলে রোনালদিনিওর সঙ্গে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার দেখা হওয়া নিশ্চিতই বলা যায়। আর সেটা জামাল নিজেই জানিয়েছেন। আগামীকাল বাংলাদেশ-মালদ্বীপ বিশ্বকাপের প্রাক্‌–বাছাইয়ের ম্যাচ সামনে রেখে আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় আয়েজিত বাংলাদেশ দলের সংবাদ সম্মেলনে এক প্রশ্নে জামাল বলেছেন, ‘আমি ২০ অক্টোবর ঢাকা ছাড়ব। ফলে আমি ঢাকায় আছি। তখন হাতে সময় থাকবে আমার। যিনি রোনালদিনিওকে আনবেন ঢাকায়, তিনি আমাকে ফোন করেছেন। উনি আমাকে আর সালাউদ্দিন ভাইকে (বাফুফে সভাপতি) চাইছেন। অবশ্যই আমি আমার অন্যতম একজন আদর্শ খেলোয়াড়ের সঙ্গে দেখা করব। ২০০২ যখন প্রথমবার বিশ্বকাপ দেখি টিভিতে, তখন থেকেই তিনি আমার আদর্শ।’

জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা হচ্ছে রোনালদিনিওর

গত জুলাইয়ে শুরুতেই আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ যখন ঢাকা আসেন, সে সময় তাঁর দেখা হয়নি বাংলাদেশ অধিনায়কের সঙ্গে। ৩ জুলাই মার্তিনেজ ঢাকা ছেড়ে যাওয়ার সময় ভারত থেকে সাফ চ্যাম্পিয়নশিপ খেলে একই সময় ঢাকায় নামে বাংলাদেশ। সেদিন জামাল ভূঁইয়া বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে থাকলেও উপেক্ষিত ছিলেন। মার্তিনেজকে তাঁর সঙ্গে দেখা করিয়ে দেওয়া হয়নি। জামালের মন খারাপ হয়েছিল অনেক। এ নিয়ে হয়েছিল নানা আলোচনা-সমালোচনাও।

তবে এবার রোনালদিনিও এলে তেমন ঘটনা হচ্ছে না। জামাল অবশ্য মনে করিয়ে দিতে ভোলেননি, ‘তবে আমি এখন আমার খেলার দিকেই মনোযোগ রাখছি। মালদ্বীপ ম্যাচেই আমার যাবতীয় মনোযোগ।’