সাফল্য ও ব্যর্থতা মিলিয়েই গত মৌসুমটা কেটেছে বার্সেলোনার। লা লিগার শিরোপা জিতলেও চ্যাম্পিয়নস লিগে আগের মৌসুমের ধারাবাহিকতা ধরে রেখে বিদায় নিতে হয়েছে প্রথম রাউন্ড থেকে। এমনকি ইউরোপা লিগেও সাফল্য পায়নি কাতালান ক্লাবটি। কিন্তু ইউরোপিয়ান ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে চায় বার্সা। তাই আগামী মৌসুমে লা লিগার শিরোপা ধরে রাখার পাশাপাশি ইউরোপকেও পাখির চোখ করেছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। সে জন্য দলবদলের শুরু থেকেই পছন্দের খেলোয়াড়দের দলে টানতে মাঠে নেমেছেন বার্সেলোনার কোচ।
এরই মধ্যে ম্যানচেস্টার সিটি থেকে ইলকাই গুন্দোয়ান এবং অ্যাথলেটিক বিলবাও থেকে ইনিগো মার্তিনেজকে দলে ভিড়িয়েছে বার্সা। তবে খেলোয়াড় কেনার দৌড়টা অল্পতেই থামাতে চান না জাভি। বলেছেন, সামনের দিনগুলোয় তিনি আরও খেলোয়াড় দলে নিতে আগ্রহী। এ সময় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পের যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বার্সা কোচ।
সাংবাদিকদের সঙ্গে আলাপের শুরুতে গত মৌসুমে বার্সেলোনার পারফরম্যান্সের মূল্যায়ন করে জাভি বলেছেন, ‘দলীয়ভাবে অবশ্যই আমাদের খেলার উন্নতি করতে হবে, আক্রমণে ভালো করতে হবে এবং আরও বেশি লড়াকু হতে হবে। আমাদের চ্যাম্পিয়নস লিগের কাজ এখনো বাকি রয়ে গেছে। আমরা রোমাঞ্চিত এবং আমাদের যে শক্তি আছে আর আসবে, তা নিয়ে প্রস্তুত হব।’ এ সময় সম্ভাব্য সব শিরোপার জন্য ঝাঁপিয়ে পড়ার কথাও জানান জাভি।
মৌসুম শেষে সের্হিও বুসকেতস এবং জর্দি আলবার মতো খেলোয়াড়দের হারিয়েছে বার্সা। তবে যাঁরা চলে গেছেন, তাঁদের নিয়ে আক্ষেপ করতে চান না জাভি, ‘যা চলে গেছে, তা চলেই গেছে। নেতৃত্ব নেওয়ার জন্য সের্হিও রবার্তো, টের স্টেগেন আছে। নতুন কাউকে দায়িত্ব নিতে হবে। কে অধিনায়ক হবে, সে জন্য ভোটাভুটি হবে। পুরোপুরি গণতান্ত্রিকভাবে এটা করতে হবে। তাদের জন্যও ব্যাপারটা স্বস্তিদায়ক হতে হবে।’
নতুন খেলোয়াড় কেনা নিয়ে নিজের অবস্থান জানাতে গিয়ে জাভি বলেছেন, ‘আমরা নিজেদের শক্তিশালী করতে চাই। তবে আমরা দেখব, বাজারের কী অবস্থা এবং আমরা কোথায়।’ বার্সা কোচ এ সময় কথা বলেছেন গুন্দোয়ানের দলে আসা নিয়েও, ‘সে খুবই বৈচিত্র্যময় খেলোয়াড়। টেকনিক্যালি সে দরুণ এক খেলোয়াড়। সে সিটির অধিনায়ক ছিল। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগও জিতেছে। সে আমাদের অনেক সহায়তা করবে।’
জাভিকে প্রশ্ন করা হয়েছিল এমবাপ্পের রিয়ালে আসার সম্ভাবনা নিয়েও। বিশ্বের অন্যতম সেরা তারকা এমবাপ্পে ‘শত্রু’ পক্ষে গেলে কেমন লাগবে, তা জানাতে গিয়ে জাভি বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে। এটা (এমবাপ্পের রিয়ালে আসা) নিশ্চিতভাবে তাদের শক্তি বৃদ্ধি করবে। যদিও এটা নিয়ে আমার কোনো আগ্রহ বা উদ্বেগ নেই।’