ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে ভ্যালেন্সিয়ার সমর্থকদের বর্ণবাদী আচরণ নিয়ে স্পেন তথা পুরো ফুটবল বিশ্বেই তোলপাড় চলছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোসহ সাবেক ও বর্তমান ফুটবলারদের অনেকেই এর প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদ এসেছে ভিনিসিয়ুসের দেশ ব্রাজিল থেকেও। ব্রাজিলের ফুটবল কনফেডারেশন ভিনিসিয়ুসের সমর্থনে আফ্রিকার দুটি দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্তও নিয়েছে।
ভিনিসিয়ুসের সঙ্গে হওয়া এ ঘটনা নিয়ে আদালতে অভিযোগও করেছে তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদ। এর পরিপ্রেক্ষিতে কয়েকজনকে গ্রেপ্তার করেছে স্পেনের পুলিশ। ভ্যালেন্সিয়াকে এর জন্য শাস্তিও দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ—৪৫ হাজার ইউরো জরিমানার সঙ্গে পাঁচ ম্যাচের জন্য ঘরের মাঠে গ্যালারির দক্ষিণ অংশে দর্শক নিষিদ্ধ।
ভ্যালেন্সিয়া এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছিল। তাদের সেই আপিলে সাড়া দিয়ে স্পেনের ফুটবল ফেডারেশনের আপিল কমিটি ভ্যালেন্সিয়ার শাস্তি কমিয়েছে।
ভিনিসিয়ুসের উদ্দেশে বর্ণবাদী মন্তব্য মূলত এসেছিল ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামের দক্ষিণ অংশ থেকেই। সেই গ্যালারিতে দর্শক উপস্থিতিতে নিষেধাজ্ঞা কমিয়ে ৩ ম্যাচ করা হয়েছে। কমেছে অর্থ জরিমানার অঙ্কও। ৪৫ হাজার ইউরো কমিয়ে সেটা এখন ২৭ হাজার ইউরো করা হয়েছে।
ভ্যালেন্সিয়া অবশ্য এখনো পুরোপুরি খুশি হতে পারেনি। শাস্তিটা আরও কমানোর জন্য আবারও আপিল করবে তারা। অর্থ জরিমানা নিয়ে তাদের এ মুহূর্তে খুব একটা মাথাব্যথা নেই। মৌসুম শেষ হতে ভ্যালেন্সিয়ার হাতে এখনো দুটি ম্যাচ আছে। এই দুই ম্যাচের প্রথমটি আগামী রোববার এসপানিওলের বিপক্ষে। ঘরের মাঠে এটিই মৌসুমের শেষ ম্যাচ তাদের।
অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা ভ্যালেন্সিয়া ম্যাচটি ভরা গ্যালারিতে খেলতে চায়। এ কারণে তারা আবেদন করবে, যেন মেস্তায়া স্টেডিয়ামের গ্যালারির দক্ষিণ অংশের দর্শক উপস্থিতিতে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়।