ক্রিস্টাল প্যালেসের গোলকিপার হেন্ডারসনের পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠাচ্ছেন লিভারপুলের জোতা
ক্রিস্টাল প্যালেসের গোলকিপার হেন্ডারসনের পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠাচ্ছেন লিভারপুলের জোতা

প্রথম মিনিটে প্যালেসের গোল বাতিলের পর লিভারপুলের কষ্টের জয়

তাহলে কি ২০১৪ সালের নভেম্বর ফিরে আসছে সেলহার্স্ট পার্কে!

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ সেলহার্স্ট পার্কে ক্রিস্টাল প্যালেস ও লিভারপুলের ম্যাচে এমন একটি প্রশ্ন সামনে চলে এসেছিল প্রথম মিনিটেই। প্যালেসের এডি এনকেতিয়াহ যে ম্যাচের প্রথম আক্রমণ থেকে লিভারপুলের জালে বল পাঠিয়েছিলেন। কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিলের পর প্যালেসের মাঠ সেলহার্স্ট পার্কে ২০১৪ সালের নভেম্বরের পর লিভারপুলের অপরাজেয় যাত্রা অব্যাহত থেকেছে।

তবে লিভারপুলের আজকের জয়টি কষ্টে পাওয়া। দিয়েগো জোতার গোলে তারা জিতেছে ১-০ ব্যবধানে।

প্যালেসের বেশ কয়েকটি আক্রমণ রুখে দেন আলিসন

প্রথম মিনিটের ওই ধাক্কার পর দ্রুতই নিজেদের গুছিয়ে নেয় লিভারপুল। মাঝমাঠে জায়গা বাড়াতে শুরু করে তারা। এর ফলও তারা পেয়ে যায় দ্রুতই। ম্যাচের ৯ মিনিটে জোতার  গোলে এগিয়ে যায় লিভারপুল। চলতি মৌসুমে প্রথম লিভারপুলের প্রথম ম্যাচের পর লিগে এই প্রথম গোল পেয়েছেন জোতা।

লিভারপুলের গোলটি ছিল দলীয় প্রচেষ্টার দুর্দান্ত এক উদাহরণ। মাঝমাঠে বল পেয়ে কনস্টান্টিনোস সিমিকাস বাঁ দিকে পাস দেন কোডি গাকপোকে। ডাচ ফরোয়ার্ড বল নিয়ন্ত্রণে নিয়ে দেখেশুনে তা বাড়ান বক্সের দিকে এগিয়ে যাওয়া জোতাকে। পর্তুগিজ তারকা জোতা ঠান্ডা মাথায় ক্রিস্টাল প্যালেসের গোলকিপার ডিন হেন্ডারসনের দুই ফাঁক দিয়ে বল পাঠান জালে।

এগিয়ে যাওয়ার পর মাঝমাঠের দখলটা নিজেদের কাছে রাখতে পারলেও খুব বেশি গোছানো আক্রমণ করতে পারেনি লিভারপুল। ফলে প্রথমার্ধে আর গোল পায়নি। দ্বিতীয়ার্ধে নিজেদের মাঠে অনেকটাই গোছানো ফুটবল খেলে প্যালেস। লিভারপুলের রক্ষণে বেশ কয়েকটি ভালো আক্রমণও করে তারা।

চোট নিয়ে মাঠ ছাড়ছেন আলিসন

প্যালেসের বেশ কয়েকটি ভালো আক্রমণ রুখে দেওয়া ব্রাজিলিয়ান গোলকিপার আলিসন ৭৯ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়লে লিভারপুলের ভয় বাড়ে। কিন্তু আলিসনের বদলি হিসেবে নামা চেক প্রজাতন্ত্রের গোলকিপার ভিতেস্লাভ জারোস শেষ দিকে দুটি ভালো সেভ করে দলকে বিপদমুক্ত রাখেন। শেষ পর্যন্ত জোতার ওই একমাত্র গোলে ম্যাচ জিতে মাঠ ছেড়েছে লিভারপুল।

এই জয়ের পর ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। আজই বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামছে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি ও তৃতীয় স্থানে থাকা আর্সেনাল। মাঠে নামার আগে ৬টি করে ম্যাচ খেলে সমান ১৪ পয়েন্ট তাদের।