ভালভের্দের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন বায়েনা
ভালভের্দের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন বায়েনা

রিয়াল তারকার ঘুষি খেয়ে পুলিশে অভিযোগ ভিয়ারিয়াল খেলোয়াড়ের

দুই দফা এগিয়ে গিয়েও হারের হতাশা তো ছিলই, সঙ্গে ট্যাকলকে কেন্দ্র করে ধাক্কা ও পুরোনো এক ঘটনার রেশও। পরিণাম—গাড়ি পার্কিং এলাকায় ওত পেতে থেকে ভিয়ারিয়াল উইঙ্গার আলেক্স বায়েনার মুখ বরাবর ফেদে ভালভের্দের সজোরে ঘুষি। ইটের জবাবে পাটকেল ছোড়েননি, তবে রিয়াল মাদ্রিদ তারকার হাতে মার খেয়ে চুপও থাকেননি বায়েনা। অভিযোগ নিয়ে গেছেন থানায়।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভিয়ারিয়াল। ভালভের্দের নাম উল্লেখ না করেই ক্লাবটি লিখেছে, ‘সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ শেষে আমাদের খেলোয়াড় আলেক্স বায়েনা টিম বাসে ওঠার সময় হামলার শিকার হয়েছেন। এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার পর তিনি হামলাকারীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন। ভিয়ারিয়াল সব সময়ই সহিংসতা প্রত্যাখ্যান করে এসেছে। আমরা আমাদের খেলোয়াড়ের পাশেই আছি।’

পরশু রাতে ৩-২ ব্যবধানে হারের ম্যাচে একসময় এগিয়ে ছিল রিয়াল। ৭০ থেকে ৮০—এই ১০ মিনিটের ব্যবধানে দুই গোল করে কার্লো আনচেলত্তির দলকে স্তব্ধ করে দেয় ভিয়ারিয়াল। ঘরের মাঠে এমন হারে লা লিগা শিরোপা ধরে রাখার কিঞ্চিৎ সম্ভাবনাটুকুও যেন শেষ হয়ে গেছে রিয়ালের। ৮০ মিনিটে বায়েনার পাস থেকেই ভিয়ারিয়ালের হয়ে জয়সূচক গোল করেন স্যামুয়েল চুকুয়েজে।

ভালভের্দে-বায়েনার মধ্যে তিক্ততার সূত্রপাত বছরের শুরুতে। গত ১৯ জানুয়ারি কোপা দেল রের শেষ ষোলোয় মুখোমুখি হয়েছিল রিয়াল-ভিয়ারিয়াল। রিয়ালের ৩-২ গোলে জয়ের সেই ম্যাচে ভালভের্দেকে উদ্দেশ করে বায়েনা বাজে মন্তব্য করেছিলেন বলে সংবাদমাধ্যমে খবর আসে।

সেই সময় ভালভের্দের দাম্পত্যসঙ্গী আর্জেন্টাইন সাংবাদিক মিনা বোনিনো গর্ভকালীন জটিলতায় ভুগছিলেন। সেটি নিয়ে ভালভের্দেকে খোঁচা দিয়ে বায়েনা বলেছিলেন, ‘এখন কাঁদো। কারণ, তোমার ছেলে আর জন্মাবে না।’

দাম্পত্যসঙ্গী ও সন্তানের সঙ্গে ভালভের্দে

বোনিনো একবার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, তাঁদের অনাগত সন্তান তাঁর গর্ভেই মারা গেছে। পরে অবশ্য পরীক্ষা করে দেখা যায়, সবকিছু ঠিক আছে এবং ওই মাসেই বোনিনো জানান, আশঙ্কা কেটে গেছে।