গত মৌসুমে জাতীয় দল ও ক্লাবের জার্সিতে দারুণ কেটেছে রাকিব হোসেনের। প্রিমিয়ার লিগে ১০ গোল করে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। তারই স্বীকৃতি হিসেবে গত মৌসুমের সেরা ফুটবলার হয়েছেন বসুন্ধরা কিংসের এই ফরোয়ার্ড।
বাফুফে ভবনে আজ ফেডারেশন কাপের ড্র শেষে ২০২৩-২৪ মৌসুমের সেরা খেলোয়াড় হিসেবে রাকিবের নাম ঘোষণা করেছে বাফুফে। তবে অনুষ্ঠানে ছিলেন না তিনি। পরে ফোনে প্রতিক্রিয়ায় বলেন, ‘দেশের সর্বোচ্চ লিগে সেরা খেলোয়াড় হওয়া দারুণ প্রাপ্তিই। এই স্বীকৃতি সামনে জাতীয় দল ও ক্লাবের জার্সিতে ভালো খেলতে প্রেরণা দেবে।’
সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২৩-এ রাকিব বর্ষসেরা রানারআপ পুরস্কার পেয়েছেন। সেরা খেলোয়াড় ছাড়াও গত প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা, সেরা গোলরক্ষক, সেরা কোচের সঙ্গে সেরা রেফারিদেরও পুরস্কৃত করা হয়েছে আজ।
১৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা ঢাকা আবাহনীর সেন্ট ভিনসেন্টের স্ট্রাইকার কর্নেলিয়াস স্টুয়ার্ট। সেরা গোলরক্ষক হয়েছেন গত মৌসুমে বাংলাদেশ পুলিশ এফসিতে খেলা আহসান হাবিব। সেরা কোচ একই ক্লাবের রোমানিয়ার আরিস্টিকা সিওবা। ফেয়ার প্লে ট্রফি পেয়েছে ফর্টিস এফসি। সেরা রেফারির পুরস্কার পেয়েছেন পাঁচ মাসে পাঁচজন—নাসির উদ্দিন, সাইমন হাসান, জালাল উদ্দিন, আনিসুর রহমান ও বিটু রাজ বড়ুয়া।
গত মৌসুমে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর অনূর্ধ্ব-১৮ লিগে চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী ও রানার্সআপ ফর্টিস এফসিকে ট্রফি ও খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কার দেওয়া হয়েছে এই অনুষ্ঠানে। জুনিয়র ফুটবলারদের এই লিগে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন চ্যাম্পিয়ন আবাহনীর ইয়াছিন আরাফাত। অনূর্ধ্ব-১৮ লিগে ফেয়ার প্লে ট্রফি পেয়েছে মোহামেডান।
কাজী সালাহউদ্দিন সভাপতি থাকার সময় বাফুফে অ্যাওয়ার্ড নাইট করেছে। সেটি বন্ধ ছিল কয়েক বছর। গত মৌসুম শুরুর আগে ঘোষণা করা হয়, এখন থেকে আবার ব্যক্তিগত পুরস্কার দেওয়া হবে খেলোয়াড়দের।