আর্জেন্টিনায় উৎসব শুরু হয়েছে গত রোববার থেকেই। বিশ্বকাপ জয়ের আনন্দ শেষ হতে না হতেই এসে গেছে বড়দিন। আর্জেন্টাইনদের জন্য বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ আর বড়দিনের উৎসব মিলেমিশে একাকার। বড়দিনের উৎসবের আমেজ বাড়িয়েছে ৩৬ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ। বড়দিন উপলক্ষে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওর মাধ্যমে সব বিশ্ব চ্যাম্পিয়নকে অভিনন্দন জানানো হয়েছে।
ভিডিওতে দেখা যায়, মেসির দেশের এক শিশু ঘুম ভেঙেই বাড়ির সিঁড়ি থেকে ছুটে নেমে উপহারের বাক্স খুলতে থাকে। সে দেখার অপেক্ষা করে সান্তা ক্লজ তাঁর জন্য কী উপহার রেখে গিয়েছে।
সান্তার উপহারের বাক্স খুলে সেই শিশুটা দেখে, বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়নের সেই ট্রফিটাই রাখা। শিশুটা সেই বিশ্বকাপ হাতে তুলে চুমু খেয়ে বলে, ‘গ্র্যাসিয়াস পাপা লিওনেল।’ অর্থাৎ ‘ধন্যবাদ বাবা মেসি।’ আর্জেন্টিনার ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়েছেন মেসি। বিশ্বকাপে ৭টি গোল করেছেন, ৩টি গোলে সহায়তাও করেছেন। হয়েছেন টুর্নামেন্টের সেরা ফুটবলার। সামনে থেকে নেতৃত্ব দিয়ে বড়দিনের উপহার হিসেবে আর্জেন্টাইনদের হাতে বিশ্বকাপটাই তুলে দিয়েছেন।
মেসির কাছে এবারের বড়দিনটা আরও ‘স্পেশাল’। বড়দিনের উৎসব পালন করতে মেসি এখন আছেন তাঁর জন্মস্থান রোজারিওতে। রোজারিওর কেন্টাকি কান্ট্রি ক্লাবে মেসির বাড়ি। সেখানে বড়দিনের পার্টিটা দারুণ জমবে এবার। মেসির বড়দিনের আনন্দ বাড়িয়ে দিতে গত বৃহস্পতিবার রোজারিওতে পৌঁছেছেন বন্ধু লুইস সুয়ারেজ।
তিনি একা আসেননি, উরুগুইয়ান তারকার সঙ্গে আছে তাঁর পরিবারও। আর্জেন্টিনার স্থানীয় পত্রপত্রিকার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মেসির সঙ্গে এবার শুধু সুয়ারেজই বড়দিন উদ্যাপন করবেন না, থাকবেন তাঁর ঘনিষ্ঠ আরও কয়েকজন আন্তর্জাতিক ফুটবল তারকাও।