২৭ বছর—দুই যুগের বেশি সময় ওল্ড ট্রাফোর্ডে ছিল ফার্গুসন–রাজ। আলেক্সান্ডার চাপম্যান ফার্গুসন, যিনি স্যার অ্যালেক্স ফার্গুসন নামেই ফুটবল বিশ্বে সবচেয়ে বেশি পরিচিত, স্কটিশ এই ভদ্রলোক ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব নেন ১৯৮৬ সালে। ২০১৩ সালে অবসরে যাওয়ার আগপর্যন্ত ওল্ড ট্রাফোর্ডের এ ক্লাবটির হয়ে ১৩টি লিগ ও ২টি চ্যাম্পিয়নস লিগসহ জিতেছেন মোট ৩৮টি শিরোপা।
ফার্গুসন তাঁর অবসরের বছরেও জিতেছেন লিগ শিরোপা। কিন্তু তাঁর বিদায়ের পর একটিও লিগ জিততে পারেনি ইউনাইটেড। সব মিলিয়ে জিতেছে ৬টি শিরোপা। দুটি করে এফএ কাপ ও লিগ কাপ আর একটি করে ইউরোপা লিগ ও কমিউনিটি শিল্ড।
আসলে ফার্গুসনের বিদায়ের পর যেন কোনোভাবেই থিতু হতে পারছে না ইউনাইটেড। কোচ আসছেন, কোচ যাচ্ছেন; কিন্তু ইউনাইটেডকে তেমন কিছু এনে দিতে পারছেন না। ফার্গুসন–পরবর্তী যুগে এখন পর্যন্ত ছয়জন কোচ এসেছেন ওল্ড ট্রাফোর্ডে। যার সর্বশেষ সংযোজন রুবেন আমোরিম। পর্তুগিজ এই কোচের ওপর অনেক আশা আর ভরসা ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটির সমর্থকদের।
এরিক টেন হাগের বিদায়ের পর এ বছরের ১১ নভেম্বর ইউনাইটেডের দায়িত্ব নেন আমোরিম। দলটির হয়ে এরই মধ্যে ১০ ম্যাচে ডাগআউটে দাঁড়িয়েছেন। এই ১০ ম্যাচের ৪টিতে জিতেছে ইউনাইটেড, একটি ম্যাচ ড্র করেছে, হেরেছে ৫টি। ফার্গুসন–পরবর্তী যুগে তাঁর উত্তরসূরিদের তুলনায় ১০ ম্যাচ শেষে কেমন রেকর্ড আমোরিমের!
ফার্গুসনের বিদায়ের পর ইউনাইটেডের প্রথম কোচ হয়ে আসেন ডেভিড ময়েস। প্রথম ১০ ম্যাচের মধ্যে পাঁচ জয়ের পাশাপাশি দুটিতে ড্র করে তাঁর দল, হেরেছে তিনটি। খুব একটা খারাপ বলা যাবে না এটাকে। এরপরও ইউনাইটেডে এক মৌসুমের বেশি টিকতে পারেননি ময়েস। কারণ একটাই—সেই মৌসুমে কোনো শিরোপা জিততে পারেনি ইউনাইটেড, লিগও শেষ করেছে সপ্তম স্থানে থেকে।
ময়েসকে বিদায় করে ডাচ লুই ফন গালকে কোচ করে আনে ইউনাইটেড। তিনিও দুই মৌসুমের বেশি টেকেননি। ইউনাইটেডের ডাগআউটে প্রথম ১০ ম্যাচে অবশ্য তাঁর রেকর্ড ময়েসের চেয়েও খারাপ ছিল—তিনটি করে জয় ও হার, চারটি ড্র। এই ১০ ম্যাচে ইউনাইটেড গোল করেছে ১৬টি, খেয়েছে একটি বেশি।
ফন গালের পর ইউনাইটেডে কোচ হয়ে আসা জোসে মরিনিওর প্রথম ১০ ম্যাচের রেকর্ড যথেষ্টই ভালো ছিল—সাত জয়ের বিপরীতে তিনটি হার। প্রতিপক্ষকে ১৮ গোল দিয়ে খেয়েছে ১০টি। তিনিও অবশ্য দুই মৌসুমই টিকতে পারেন ইউনাইটেডে। তাঁর পর ইউনাইটেডের কোচ হওয়া দলটির সাবেক খেলোয়াড় ওলে গুনার সুলশারের প্রথম ১০ ম্যাচের রেকর্ড ছিল অসাধারণ—নয়টি জয়, একটি ড্র। এ সময়ে ২৫ গোল দেওয়ার পাশাপাশি তারা গোল খেয়েছে মাত্র ৭টি। তিনি টিকেও ছিলেন তিন মৌসুম।
সুলশারের পর আসেন খুব আলোচিত এরিক টেন হাগ। ইউনাইটেডের প্রথম ১০ ম্যাচে ছয়টি জয়ের পাশাপাশি তাঁর হার চারটি। ওল্ড ট্রাফোর্ডে দুই মৌসুমের রাজত্বে ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায়সহ নানা বিতর্কে জড়িয়ে পড়ে বিদায় নিতে হয়েছে ডাচ এই কোচকে। তাঁর বিদায়ের পর কিছুদিন অন্তর্বর্তী কোচ দিয়ে চালানোর পর আমোরিমকে স্থায়ীভাবে নিয়োগ দেয় ইউনাইটেড।
প্রথম ১০ ম্যাচ বিবেচনায় পূর্বসূরিদের মধ্যে ফন গাল ছাড়া আর কারও চেয়ে ভালো শুরু হয়নি আমোরিমের। এখন দেখা যাক পরবর্তী সময়ে তিনি ইউনাইটেডকে কী এনে দিতে পারেন। এরই মধ্যে অবশ্য মার্কাস রাশফোর্ডকে ‘নির্বাসনে’ পাঠিয়ে বড় একটি আলোচনার জন্ম দিয়েছেন পর্তুগিজ কোচ।