ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি

আত্মজীবনীতে রিয়ালের সাবেক গোলকিপার

মেসি উসকানিদাতা, রোনালদো স্বার্থপর

কারও কাছে জাদুকর, কারও কাছে তিনি শিল্পী। এ তো গেল মাঠে লিওনেল মেসির খেলায় মুগ্ধ হওয়ার বিষয়। মাঠে বা মাঠের বাইরে তাঁর আচরণ নিয়েও তো কম কথা হয় না। মেসির মতো বিনয়ী আর ভদ্র সচরাচর দেখা যায় না বলেই অভিমত বেশির ভাগ ফুটবলপ্রেমীদের। সেই মেসিরই অন্য একটা রূপের কথা বললেন রিয়াল মাদ্রিদের সাবেক গোলকিপার জর্জি দুদেক।

লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর পর ২০০৭ সালে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান দুদেক। সান্তিয়াগো বার্নাব্যুর দলটির হয়ে খেলেছেন চারটি মৌসুম। যদিও ক্লাব কিংবদন্তি ইকার ক্যাসিয়াসের কারণে প্রথম একাদশে জায়গা পাননি বললেই চলে। চার মৌসুমে সব মিলিয়ে খেলেছেন মাত্র ১২ ম্যাচ।

সেই দুদেকই তাঁর আত্মজীবনীতে মাঠে মেসি ‘উপদ্রবের’ অপর নাম ছিল বলে উল্লেখ করেছেন। দুদেক লিখেছেন, ‘মাঠে মেসি প্রতিপক্ষকে উসকে দিত। শুধু মেসি নয় , বার্সার তখনকার কোচ পেপ গার্দিওয়ালাও একই কাজ করত। তারা সব সময়ই এমনটা করার চেষ্টা করত, এভাবে মাঝে মধ্যে সফলও হয়েছে। সের্হিও রামোস ও পেপেকে মেসি এমন বাজে কথা বলে উসকে দিয়েছে, যা কেউ কল্পপনাও করতে পারবে না। ভাবুন তো, যাকে দেখে মনে হয় খুব শান্ত, সেই মানুষটার মুখ থেকে কী কথা বের হতে পারে।’

দুদেক আত্মজীবনীতে রোনালদোকে ‘স্বার্থপর’ বলার সঙ্গে তাঁকে প্রশংসাতেও ভাসিয়েছেন

শুধু মেসিকে নিয়ে নয়, রিয়ালের সাবেক এই ফুটবলার কথা বলেছেন রিয়ালের কিংবদন্তি  ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়েও। আত্মজীবনীতে রোনালদোকে ‘স্বার্থপর’ বলার সঙ্গে তাঁকে প্রশংসাতেও ভাসিয়েছেন, ‘ এমনিতে রোনালদো শুধু নিজেকে নিয়েই ভাবে, তবে ও অনেক প্রতিযোগিতামূলক। বাইরে থেকে মানুষ ওকে অন্যভাবে দেখলেও রোনালদো খুবই সাধারণ একটা ছেলে।’