স্পেনে ঘোড়দৌড় দুর্ঘটনায় মাথায় ‘গুরুতর’ আঘাত পেয়েছেন পিএসজির গোলরক্ষক সের্হিও রিকো। তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
২৯ বছর বয়সী রিকো পিএসজির দ্বিতীয় গোলরক্ষক, স্পেনের হয়ে একটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন।
স্পেনের এএস, মার্কাসহ বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শনিবার রাতে পিএসজি লিগ আঁ চ্যাম্পিয়ন হওয়ার পর রোববার দলের সবার ছুটি ছিল। রিকো প্যারিসে না থেকে ছুটি কাটাতে নিজের এলাকা স্পেনের সেভিয়ায় চলে যান।
সেখানে এক ঘোড়দৌড়ে অংশ নেন তিনি। একপর্যায়ে উল্টো দিক থেকে আরেকটি ঘোড়ার সঙ্গে রিকোর ঘোড়ার সংঘর্ষ ঘটে। এতে ঘোড়ার পিঠ থেকে রিকো মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান।
দ্রুতই তাঁকে হেলিকপ্টারে করে সেভিয়ার ভার্জেন দেল রোসিও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রিকোর দুর্ঘটনায় পড়ার খবর পিএসজির মুখপাত্র নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিবিসি। তাঁর অবস্থা ‘গুরুতর’ বলে উল্লেখ করা হয়েছে।
২০১৪ সালে সেভিয়া মূল দলের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন রিকো। ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন ২০১৯ সালের সেপ্টেম্বরে। এর আগে-পরে দুই দফায় ধারে খেলেছেন মায়োর্কা ও ফুলহামে। পিএসজিতে ছিলেন জিয়ানলুইজি ধন্নারুম্মার বিকল্প হিসেবে।
শনিবার স্ট্রাসবুর্গের বিপক্ষে ১-১ ড্র করে ১১তম লিগ আঁ শিরোপা জয় করে পিএসজি। দলের সঙ্গে শিরোপা উৎসবের পরদিনই দুর্ঘটনার শিকার হলেন রিকো।