ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান নিয়ে ‘ইঁদুর–বিড়াল খেলা’টা চলছেই। কাল রাতে উলভারহ্যাম্পটনকে হারিয়ে শীর্ষে উঠে এসেছিল আর্সেনাল। আর্সেনালের জয় ম্যানচেস্টার সিটিকে নামিয়ে দিয়েছিল দুইয়ে। একদিনেরও কম সময়ের ব্যবধানে আরেক ধাপ পেছাল সিটি।
ফুলহামকে ৩–১ ব্যবধানে হারিয়ে দিল দুইয়ে উঠে এল লিভারপুল। সিটি নেমে গেল তিনে। ফুলহামের মাঠ ক্রাভেন কটেজে লিভারপুলের হয়ে গোল তিনটি করেছেন ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ড, রায়ান গ্রাভেনবার্চ ও দিয়োগো জোতা। ফুলহামের একমাত্র গোলটি এসেছে টিমোথি কাস্তানিয়ের কাছ থেকে।
লিগে নিজেদের আগের ম্যাচে ঘরের মাঠ অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে শিরোপা–স্বপ্নে বড় ধাক্কা খেয়েছিল লিভারপুল। আজ ফুলহামের বিপক্ষে জয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি ট্রফি জিতে ইয়ুর্গেন ক্লপকে বিদায় জানানোর সম্ভাবনা বাঁচিয়ে রাখল।
এই মুহূর্তে লিভারপুল–আর্সেনাল দুই দলের পয়েন্ট সমান ৭৪ করে। দল দুটি ম্যাচও খেলেছে সমান ৩৩টি করে। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকায় আর্সেনাল শীর্ষে আর লিভারপুল দুইয়ে আছে। তিনে থাকা সিটির পয়েন্ট ৭৩। তবে পেপ গার্দিওলার দল মিকেল আরতেতা ও ক্লপের দলের চেয়ে ১ ম্যাচ কম খেলেছে।