এমন ভুলও তবে হয়!
উয়েফা নেশনস লিগের জন্য জার্মানি দলে ডাক পেয়েছেন লাটভিয়ার খেলোয়াড়! লাটভিয়ার সেই খেলোয়াড়ও আবার এমন, রক্তসূত্রে জার্মানির সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, কোনো জার্মান ক্লাবে খেলেননি বা খেলেনও না। এমনকি ক্লাব ফুটবলে তাঁর ঠিকানা নেদারল্যান্ডসের দ্বিতীয় বিভাগের একটি দল।
কিন্তু ভুল তো আর নিয়ম মেনে হয় না। আর হয় না বলেই এ মাসের বসনিয়া এবং হাঙ্গেরি ম্যাচের জন্য ঘোষিত দলে লাটভিয়ার দারিও সিতসকে অন্তর্ভুক্ত করেছিল জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। অবশ্য ভুলটা সংশোধন করতে বেশি সময় নেয়নি সংস্থাটি। কিছুক্ষণ পরই ওয়েবসাইটে ঘোষিত দলে সিতসের নাম বাদ দেওয়া হয়।
২০ বছর বয়সী সিতস গত মাসে লাটভিয়ার হয়ে আন্তর্জাতিক ফুটবলে পা রেখেছেন। ক্লাব ফুটবলে নেদারল্যান্ডসের দ্বিতীয় বিভাগের দল হেলমন্ড স্পোর্তে খেলেন তিনি। সেখানে অবশ্য ধারে খেলেন, মূলত ইতালিয়ান ক্লাব পার্মার খেলোয়াড় সিতস।
লাটভিয়ান এই ফরোয়ার্ড এখন পর্যন্ত একবারই জার্মানির ‘সংস্পর্শে’ এসেছেন। ২০২২ সালে লাটভিয়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে জার্মানির বিপক্ষে খেলেছিলেন। তবে ক্লাবসূত্রে বা জন্মসূত্রে জার্মানির সঙ্গে সম্পর্কহীন সিতসের নাম কীভাবে জার্মানির জাতীয় দলের স্কোয়াডে ঢুকে গেল, সেই রহস্য অজানা।
বার্তা সংস্থা এপিকে ই–মেইলে পাঠানো জবাবে ভুলের বিষয়টিকে ‘ডেটাবেইসের কারিগরি ভুল’ অভিহিত করেছে জার্মানির ফুটবল কর্তৃপক্ষ। ভুলের বিষয়টি ছাড়াও জার্মানির ঘোষিত দলটিতে বেশ কিছু ওলটপালট আছে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার সিটির বিকল্প গোলকিপার স্টেফান ওর্তেগা। জার্মানির নিয়মিত গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেন চোটের কারণে না থাকায় ওর্তেগার গ্লাভস পেয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল।
এ ছাড়া ২০২৪ সালে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের মিডফিল্ডার-জুটি ফেলিক্স এনমেকা ও ইউলিয়ান ব্রান্ট। আর চোটের কারণে জার্মানির সর্বশেষ ম্যাচ মিস করা আর্সেনাল ফরোয়ার্ড কাই হাভার্টজ এবং বায়ার্ন মিউনিখ অ্যাটাকিং মিডফিল্ডার জামাল মুসিয়ালাও ফিরেছেন।
জার্মানি এরই মধ্যে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে, এখন লক্ষ্য গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করা। নিজেদের মাঠে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচ ১৬ নভেম্বর, আর বুদাপেস্টে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ ১৯ নভেম্বর।