জুড বেলিংহামের রিয়াল মাদ্রিদ অধ্যায়ের শুরুটা দুর্দান্ত হয়েছে
জুড বেলিংহামের রিয়াল মাদ্রিদ অধ্যায়ের শুরুটা দুর্দান্ত হয়েছে

‘রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর ডিএনএ একদম আসল’

এমন কত রাত যে এসেছে, যেগুলোতে জ্যোতিষশাস্ত্রও রিয়াল মাদ্রিদের কাছে নস্যি হয়ে পড়েছে। পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর উপায় রিয়ালের চেয়ে ভালো আর কোন দল জানে!

গত বছর চ্যাম্পিয়নস লিগ জয়ের পথেই তিন–তিনবার শেষ মুহূর্তে খাদের কিনারা থেকে উঠে এসেছে রিয়াল। এমনকি সেমিফাইনাল চলাকালীন ফুটবল ওয়েবসাইটগুলোর ‘জ্যোতিষী’ মিটার রিয়ালের জয়ের সম্ভাবনা ১% আর ম্যানচেস্টার সিটির ৯৯% দেখিয়েছে, সেটাকেও ভুল প্রমাণ করে ছেড়েছে লস ব্লাঙ্কোরা।

ইউরোপীয় ফুটবলের সফলতম ক্লাবটি প্রত্যাবর্তনের সর্বশেষ উদাহরণ সৃষ্টি করেছে গত রাতে। লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে আলমেরিয়ার কাছে শুরুতেই পিছিয়ে পড়েছিল কার্লো আনচেলত্তির দল। এরপর জুড বেলিংহাম জোড়া গোল করে ও সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রকে দিয়ে করিয়ে রিয়ালকে ৩–১ ব্যবধানে জয় এনে দিয়েছেন। রিয়ালই এখন লিগ পয়েন্ট তালিকার শীর্ষে।

এ মৌসুমেই জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড থেকে রিয়ালে নাম লিখিয়েছেন বেলিংহাম। ইংল্যান্ডের এই তরুণ মিডফিল্ডারের নতুন ক্লাব সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে একটুও সময় লাগেনি। একাধারে রাজত্ব করছেন মাঝমাঠে, সহায়তা করছেন আক্রমণে, মুন্সিয়ানা দেখাচ্ছেন ফিনিশিংয়ে। আর কাল তো দলের প্রয়োজনে ঝলমলে পারফরম্যান্স উপহার দিয়েছেন।

রিয়ালে সবে যোগ দিলেও এত কম সময়ে দলটির প্রত্যাবর্তনের গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ কীভাবে হলেন? ম্যাচ শেষে এমন প্রশ্নের জবাবে বেলিংহাম বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর ডিএনএ একদম আসল। ছোটবেলা থেকে টিভিতে দেখতে দেখতেই আমি এর সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েছি। এরকম অনেকবার মনে হয়েছে, রিয়াল এবার নিশ্চিত পারবে না। কিন্তু তারা পেরেছে। এখন আমি নিজেই এখানে এসে বুঝে গিয়েছি, কোনো পরিস্থিতিতেই রিয়াল আতঙ্কিত হয় না। এই তো আজ (কাল) আমরা যেমন ঘুরে দাঁড়ালাম।’

রিয়ালে লুকা মদরিচ–টনি ক্রুসদের মতো তারকাদের মাঝমাঠের সঙ্গী হিসেবে পাচ্ছেন। তাঁদের সান্নিধ্য পেয়ে নিজেকে আরও ভালো খেলোয়াড় মনে হচ্ছে বেলিংহামের, ‘গত বছরের চেয়ে আমি ১০ গুণ ভালো খেলোয়াড়। তাঁদের সঙ্গে খেলে আমি অনেক কিছু শিখেছি।’

রিয়ালের অনুশীলনে মদরিচের সঙ্গে বেলিংহাম

নতুন শিষ্যকে প্রশংসায় ভাসিয়েছেন রিয়াল কোচ আনচেলত্তিও, ‘বেলিংহাম এই লিগ এবং আমাদের খেলার ধরনের সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে। এটা ওর পরিপক্কতা ও ব্যক্তিত্বের কারণেই সম্ভব হয়েছে। এর আগে সে জার্মানির লিগে খেলেছে। এটাও ওকে সহায়তা করেছে।’