বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ
বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ

বার্সা কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর প্রশ্নে যা বললেন জাভি

শেষ দুই ম্যাচের দুটিতেই হার। লা লিগায় ঘরের মাঠে জিরোনার বিপক্ষে ৪-২ গোলে হারের পর চ্যাম্পিয়নস লিগে অ্যান্টওয়ার্পের মাঠে গিয়ে বার্সেলোনা হেরেছে ৩-২ গোলে। বার্সার শেষ দুই ম্যাচের ফলই বলে দিচ্ছে দলটির সময় একেবারেই ভালো যাচ্ছে না। লা লিগার পয়েন্ট তালিকায় বার্সার বর্তমান অবস্থান চারে। শীর্ষে থাকা জিরোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান ৭।

দ্রুত ঘুরে দাঁড়াতে না পারলে বার্সার লিগ শিরোপা ধরে রাখার স্বপ্নও একরকম শেষই হয়ে যাবে। আজ রাতে ভ্যালেন্সিয়ার মাঠে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আতিথ্য নেবে বার্সা। এই ম্যাচের আগে প্রশ্ন উঠেছে বার্সায় কোচ জাভি হার্নান্দেজের ভবিষ্যৎ নিয়েও। জাভি নিজে অবশ্য এমন কিছুর সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। পাশাপাশি মৌসুমটা দারুণভাবে রাঙানোর প্রত্যয়ের কথাও বলেছেন বার্সা কোচ।

টানা হার এবং প্রত্যাশামতো খেলতে না পারায় খানিকটা চাপের মুখেই আছেন জাভি। দলের সেরা তারকারা নিজেদের সেরাটা দিতে পারছেন না। এমন পরিস্থিতিতে বার্সায় জাভি-ম্যাজিক শেষ কি না, এমন প্রশ্নও তুলেছেন অনেকে। সংবাদ সম্মেলনেও এমন প্রশ্নের জবাব দিতে হয়েছে জাভিকে।

নিজের শেষ দেখছেন কি না, এমন প্রশ্নের উত্তরে জাভি বলেছেন, ‘না না। মৌসুম শেষে আমরা দেখব আমরা কোথায় আছি এবং আমরা কি জিতেছি। আমি একজন ইতিবাচক মানুষ। আমরা এখনো দারুণ একটি মৌসুম কাটাতে পারি। সব পথ এখনো খোলা আছে। এখন সময়টা হচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার এবং নিজেদের লক্ষ্য ও খেলোয়াড়দের ওপর অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি বিশ্বাস রাখার।’

ম্যাচশেষে বার্সেলোনা কোচ জাভিকে সান্ত্বনা জিরোনা কোচ মিখেলের

বার্সার সাম্প্রতিক সময়টা বেশ উত্থান-পতনের মধ্য দিয়েই গেছে। ঘরোয়া ফুটবলে হুটহাট কিছু সাফল্য এলেও ইউরোপে অনেক দিন ধরেই বড় কোনো সাফল্য নেই দলটির। তবে নিজেদের শ্রেষ্ঠত্বের পথে অর্ধেক পথ পাড়ি দিয়েছেন বলেই বিশ্বাস জাভির।

জাভি বলেছেন, ‘আমরা দুর্দান্ত বার্সা তৈরির পথে অর্ধেকটা এগিয়ে গেছি। আমার এটা অবাক লাগে যে প্রথম ধাক্কাতেই লোকজন হাল ছেড়ে দিতে চায়। কিন্তু আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু মিডিয়া (বার্সেলোনায়) তা নয়। কঠিন সময়ে ঐক্যের এই অভাব আমাকে অবাক করে। কোনো কিছু ঠিকঠাক না এগোলে এখানে সতর্কতা সংকেত বাজতে শুরু করে। কিন্তু আমাদের এখনো অর্ধেক পথচলা বাকি আছে। আমরা কেউ শিক্ষা নিই না। গত বছরের অক্টোবরেও আমরা এমন অবস্থায় ছিলাম এবং শেষ পর্যন্ত ভালো একটি মৌসুম কাটিয়েছি।’

সাম্প্রতিক কিছু ব্যর্থতায় শুরু হওয়া সমালোচনা নিয়ে বিস্ময় প্রকাশ করে জাভি আরও বলেছেন, ‘আমি এটা বুঝতে পারছি না। যখন আমরা কিছু হারাই, তখন এটা বোঝা যায়। যেমন চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ার পর (এমন সমালোচনা হলে মানা যায়)। যে কারণে গত মৌসুমে যে সমালোচনা হয়েছে, তার কারণ আমি উপলব্ধি করতে পারি। কিন্তু এখন না। আমরা এখন শেষ ষোলো নিশ্চিত করেছি। যেটা আমাদের মৌসুমের প্রথম লক্ষ্য ছিল। আমরা লা লিগার শিরোপা দৌড়েও আছি। আমাদের আরও পয়েন্ট দরকার এবং উন্নতি দরকার।’