লিভারপুলের হয়ে লিগে প্রথম গোল করেছেন মাক অ্যালিস্টার
লিভারপুলের হয়ে লিগে প্রথম গোল করেছেন মাক অ্যালিস্টার

লিভারপুলের আরেকটি প্রত্যাবর্তনের গল্প, জিতল চেলসিও

লিভারপুল ৪ : ৩ ফুলহাম

চেলসি ৩ : ২ ব্রাইটন

লিভারপুল ইতিহাসে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প আছে অনেক। তবে এবারের প্রিমিয়ার লিগে সেটা যেন নতুন ঢঙে লিখতে নেমেছে ইয়ুর্গেন ক্লপের দল। প্রথম ১৩ ম্যাচ থেকে ১২ পয়েন্টই এসেছে প্রথমে পিছিয়ে যাওয়ার পরও ঘুরে দাঁড়িয়ে।

আজ অ্যানফিল্ডে ক্লপের দল শুরুতে গোল হজম করেনি। তবে ফুলহামের বিপক্ষে ম্যাচের ৮৬ মিনিটে পিছিয়েছিল ৩–২ গোলে। কিন্তু ঘুরে দাঁড়ানো যে দলের ‘অভ্যাস’ হয়ে দাঁড়িয়েছে, তাদের আর আটকায় কে? দুই মিনিটের মধ্যে দুই গোল করে লিভারপুল ম্যাচ জিতে গেছে ৪–৩ ব্যবধানে।

লিভারপুলের জয়ের রাতে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে চেলসিও। ম্যাচের বেশির ভাগ সময় দশজন নিয়ে খেলেও ব্রাইটনের বিপক্ষে ৩–২ ব্যবধানে জিতেছে মরিসিও পচেত্তিনোর দল।

অ্যানফিল্ডে লিভারপুল প্রথম গোলটি পায় ফুলহামের সৌজন্যে। আলেক্সান্ডার আর্নল্ডের ফ্রি কিক আটকাতে গিয়ে ফুলহাম গোলকিপার বার্নড লেনো নিজের জালে বল পাঠান। তবে চার মিনিট বাদেই ফুলহামকে ১–১ সমতায় নিয়ে আসেন লিভারপুলেরই সাবেক খেলোয়াড় হ্যারি উইলসন।

৩৮ মিনিটে আবার এগিয়ে যায় লিভারপুল। এবার ফুলহাম রক্ষণের ভুলে ফাঁকায় বল পেয়ে জোরালো শটে লিভারপুলকে দ্বিতীয় গোল এনে দেন মাক অ্যালিস্টার। সর্বশেষ দলবদলে অ্যানফিল্ডে যোগ দেওয়ার পর এটিই বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডারের লিগে প্রথম গোল।

এরপরও অবশ্য স্বস্তি নিয়ে বিরতিতে যেতে পারেনি লিভারপুল। প্রথমার্ধের যোগ করা সময়ে ফুলহামের পক্ষে ২–২ সমতা নিয়ে আসেন কেনি তেতে।

দ্বিতীয়ার্ধের আধা ঘণ্টা পরও সমতায় থাকা ম্যাচটি ৮০ মিনিট থেকে নাটকীয়তা দেখাতে শুরু করে। লিভারপুলের রক্ষণের দুর্বলতার সুযোগে ফুলহামকে ৩–২ ব্যবধানে এগিয়ে নেন ববি রেইদ। পরের ছয় মিনিটও এই ব্যবধানে ম্যাচ চলার পর ৮৭ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান ওয়াতারু এনদো। জাপানি মিডফিল্ডারের জোরালো শট আটকানোর সুযোগই ছিল না ফুলহাম গোলকিপারের। এর পরের মিনিটে লিভারপুলকে চতুর্থ গোলটি এনে দেন ট্রেন্ট আলেক্সান্ডার–আর্নল্ড।

দুই মিনিটের মধ্যে ম্যাচের চিত্র পাল্টে শেষ পর্যন্ত ৪–৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্লপের দল।

এদিকে একই সময়ে স্টামফোর্ড ব্রিজে শুরু চেলসি–ব্রাইটন ম্যাচে ঝলক দেখিয়েছেন এনজো ফার্নান্দেজ। জানুয়ারিতে চেলসিতে আসা এনজো প্রিমিয়ার লিগে নিজের প্রথম গোলটি করেন ১৭ মিনিটে। চার মিনিট পরে লেভি কলউইল ব্যবধান করেন ২–০। ৪৩ মিনিটে ব্রাইটনের হয়ে বুনানত্তে এক গোল করলেও ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেলসিকে জয়ের দিকে নিয়ে যান এনজো। শেষ দিকে ব্রাইটন এক গোল শোধ দিলেও চেলসি মাঠ ছাড়ে ৩ পয়েন্ট নিয়ে।

১৪ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে দশে অবস্থান করছে চেলসি। আর্সেনাল ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে, ৩১ পয়েন্ট নিয়ে লিভারপুল দুইয়ে।