মেসি ও রোনালদো
মেসি ও রোনালদো

সাবেক নারী ফুটবলারের প্রশ্ন

মেসি খেলেছেন বলেই কি ফরাসি লিগ নিয়ে রোনালদোর তির্যক মন্তব্য

ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি এখন ভিন্ন দুই মহাদেশের বাসিন্দা। রোনালদো ক্যারিয়ারের গোধূলিলগ্নে বেছে নিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসরকে। আর মেসি নিজের জন্য ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন ইন্টার মায়ামিকে। তবে আলাদা দুটি জগতে গিয়েও যেন শেষ হচ্ছে না এ দুজনের দ্বৈরথ।

পরিসংখ্যানসহ নানা বিষয়ে প্রতিনিয়ত তুলনা করা হচ্ছে এ দুজনকে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনকে নিয়ে ভক্ত–সমর্থকদের মধ্যে চলে নিরন্তর লড়াই। সেই লড়াইয়ে নতুন করে যেন আগুন লাগিয়েছেন রোনালদো।

সম্প্রতি গ্লোব সকার পুরস্কার জিতে রোনালদো দাবি করেন, ফরাসি লিগ আঁর চেয়ে সৌদি লিগ বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এক মৌসুম আগেও মেসি এই লিগে খেলে গেছেন, যে কারণে তাঁর মন্তব্যকে অনেকে সহজভাবে নিতে পারেননি। রোনালদোর এই মন্তব্যের সমালোচনা করেছেন ফ্রান্সের সাবেক নারী ফুটবলার লরা বুয়ো। পিএসজির সাবেক এ লেফট ব্যাক বলেছেন, মেসি এখানে খেলেছেন বলেই অহমের বশে এমন কথা বলেছেন পর্তুগিজ মহাতারকা।

ফ্রান্সের সাবেক নারী ফুটবলার লরা বুয়ো

গতকাল ক্যানাল প্লাস টেলিভিশন চ্যানেলে বুয়ো বলেছেন, ‘তার কথা শুনে আমি সত্যিই বিস্মিত। কেন লিগ আঁ–কে আক্রমণ করল? লিওনেল মেসি এখানে খেলার কারণে কি? আমি নিজেকে জিজ্ঞেস করেছি, কেন সে লিগ আঁর কথা বলল এবং অন্য লিগের কথা বলল না। সে অন্য লিগে অনেক খেলেছে, এখানে খেলেনি। তাই আমার কাছে এটা খোঁড়া যুক্তি মনে হয়েছে। এটা সেই লিগ না, যার সম্পর্কে সে সেরাটা জানে।’

অহংকারের বশে রোনালদো এমন মন্তব্য করেছেন বলেও উল্লেখ করেন বুয়ো, ‘সত্যি বলতে, আপনি সৌদি প্রো লিগের ম্যাচগুলো দেখেন এবং আমার মনে হয় না এটা সত্য। তার অহম অনেক বড়। অবশ্য এরপরও ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি আমার ভালো লাগা কমবে না। কিন্তু আমি এ ধরনের মন্তব্য একেবারেই পছন্দ করি না।’

এর আগে গত শুক্রবার পাঁচবার ব্যালন ডি’অরজয়ী রোনালদো লিগ আঁর সঙ্গে সৌদি লিগের তুলনা করে বলেন, ‘সত্যি বলতে আমি মনে করি, সৌদি চ্যাম্পিয়নশিপ ফ্রেঞ্চ চ্যাম্পিয়নশিপের চেয়ে খারাপ নয়। আমার মতে, এটা আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’

আগামী ১ ফেব্রুয়ারি সৌদি আরবে রিয়াদ সিজন কাপে মুখোমুখি হবে আল নাসর ও ইন্টার মায়ামি। এ ম্যাচ দিয়ে আরেকবার মুখোমুখি হওয়ার সুযোগ মেসি ও রোনালদোর। যদিও চোটে থাকায় শেষ পর্যন্ত রোনালদোর খেলা হবে কি না তা নিয়ে শঙ্কা রয়েছে।