ভিয়েতনামের কাছে হেরেছে বাংলাদেশ
ভিয়েতনামের কাছে হেরেছে  বাংলাদেশ

সেই ভিয়েতনামের কাছে হেরে শুরু বাংলাদেশের

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী ফুটবলের চূড়ান্ত পর্বে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। স্বাগতিক ভিয়েতনামের কাছে প্রথম ম্যাচে আজ রুমা আক্তারদের হার ২-০ গোলে। হ্যানয়ের যুব ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র মাঠে দুই অর্ধে দুটি গোল খেয়েছে বাংলাদেশ। ভিয়েতনামকে এর আগে ঢাকায় ২০১৮ সালে ২-০ গোলে হারায় বাংলাদেশ। সেটি ছিল এএফসি অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতার প্রথম রাউন্ডে।

৫ বছর পর ভিয়েতনামের কাছে হেরে হতাশ বাংলাদেশ কোচ মাহবুবুর রহমান। হারের জন্য পরোক্ষে ভ্রমণ ক্লান্তিকে দায়ী করেছেন তিনি, ‘মেয়েরা প্রথম ৫-৭ মিনিট ভালো শুরু করেছিল। কিন্তু মাঝমাঠ যেভাবে খেলার কথা, সেভাবে খেলতে পারেনি। আমার মনে হয়েছিল, মেয়েরা ক্লান্ত ছিল। এর কারণ হতে পারে ওরা রাত জেগে আসছে। তবে এটা কোনো অজুহাত নয়। তারপরও আমি বলব, রিকভারি একটু কম হয়েছে। আশা করি পরের ম্যাচে মেয়েরা ভালো খেলবে।’

ভিয়েতনামের কাছে হেরে হতাশ বাংলাদেশ

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২২ সেপ্টেম্বর ফিলিপাইনের সঙ্গে। ২৪ সেপ্টেম্বর গ্রুপের শেষ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

গত এপ্রিলে সিঙ্গাপুরে প্রথম রাউন্ডে ‘ডি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে বাংলাদেশ। তুর্কমিনিস্তানকে ৬-০ ও সিঙ্গাপুরকে ৩-০ গোলে উড়িয়ে ভিয়েতনামের টিকিট পান মেয়েরা। তবে চূড়ান্ত পর্ব যে কঠিন হবে, সেটা বোঝা গেছে প্রথম ম্যাচেই।

এর আগে বাংলাদেশ দুবার এএফসি অনূর্ধ্ব-১৬ চূড়ান্ত পর্বে খেলেছে। দুবার মিলিয়ে ছয় ম্যাচে বাংলাদেশের সেরা অর্জন অস্ট্রেলিয়ার সঙ্গে এক ম্যাচে ২-২ গোলে ড্র। আরেক ম্যাচে ৩-২ গোলে হার। বাকি চার ম্যাচেও হার বাংলাদেশের। সেই এএফসি অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতাই এখন এএফসি অনূর্ধ্ব-১৭।