বিজিসি ট্রাস্টকে হারিয়েছে এআইইউবি
বিজিসি ট্রাস্টকে হারিয়েছে এআইইউবি

ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল

ছবিতে ড্যাফোডিল ও এআইইউবির সেমিফাইনালে ওঠার গল্প

ঢাকার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে চলছে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। আজ শুরু হয়েছে কোয়ার্টার ফাইনাল পর্ব। শেষ আটের প্রথম ম্যাচে কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ১–০ গোলে হারিয়েছ সেমিফাইনালে উঠেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) ২–১ গোলে হারিয়েছে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিকে। ছবির গল্পে দুটি ম্যাচের বিভিন্ন মুহূর্ত দেখে নেওয়া যাক—
চন্দন রায়ের ফ্রিকিক থেকে করা গোলে এগিয়ে গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ৪৩ মিনিটে পাওয়া এই গোলটিই কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে জয় এনে দেয় ড্যাফোডিলকে
ড্যাফোডিলের আরেকটি আক্রমণ রুখে দিলেন সিসিএনের গোলরক্ষক গোলকিপার সৈয়দ আবদুল্লাহ আল মারুফ। মারুফ আজ বাধার প্রাচীন না হলে ড্যাফোডিল আরও বড় ব্যবধানে জিততে পারত
ড্যাফোডিলের জার্সিতে খেলেছেন বাংলাদেশ জাতীয় দলের ডিফেন্ডার ইসা ফয়সাল (ডানে)
ম্যাচসেরা নাইজেরিয়ান শিক্ষার্থী আবুবকর আব্বাসকে কাঁধে তুলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমর্থকদের উল্লাস
নিজেদের দলের খেলা, সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে দর্শকের কমতি ছিল না
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) ও চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ম্যাচে বল দখলের লড়াই দারুণ এক মুহূর্তই উপহার দিল
মোহাম্মদ আরমানের গোলে সমতা ফেরাল বিজিসি ট্রাস্ট, তবে শেষ পর্যন্ত ২–১ গোলে হেরে বিদায় নেয় দলটি
বিজিসি ট্রাস্টের গোলকিপার মুনতাসির রহমান লাফিয়ে উঠে লুফে নিলেন বল। একটি পেনাল্টিও রুখে দিয়েছেন এই গোলরক্ষক
রুখবে আমায় কে, এআইইউবির এক খেলোয়াড়ের পেছনে ছুটছেন বিজিসির তিন খেলোয়াড়
দুই অধিনায়কের লড়াই। এআইইউবির অধিনায়ক অধিনায়ক ফয়েজ আহমেদ (বাঁয়ে) ম্যাচসেরা হয়েছেন