ঢাকার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে চলছে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। আজ শুরু হয়েছে কোয়ার্টার ফাইনাল পর্ব। শেষ আটের প্রথম ম্যাচে কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ১–০ গোলে হারিয়েছ সেমিফাইনালে উঠেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) ২–১ গোলে হারিয়েছে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিকে। ছবির গল্পে দুটি ম্যাচের বিভিন্ন মুহূর্ত দেখে নেওয়া যাক—