কয়েক দিন ধরে ক্রীড়াঙ্গনে আলোচনা ফুটবলের সঙ্গে আর থাকছে না সাইফ স্পোর্টিং ক্লাব। গত ৩ আগস্ট বাফুফেকে চিঠি দিয়ে ফুটবল থেকে আপাতত সরে যাওয়ার বিষয়টি জানিয়েও দিয়েছে ক্লাবটি। তবে ফুটবল থেকে পুরোপুরি সরে যাচ্ছে না তারা। আগামী ১০ আগস্ট থেকে শুরু হওয়া দ্বিতীয় বিভাগ ফুটবলে খেলতে চায় তাদের সাইফ স্পোর্টিং ক্লাবের যুব দল। এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন সাইফ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক শেখ মারুফ হাসান।
ভিডিওতে মারুফ হাসান বলেছেন, ‘সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড যুব দলের পক্ষে নিবন্ধিত বাংলাদেশের তরুণ এবং উদীয়মান খেলোয়াড়দের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং মানবিক বিবেচনায় সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেডের কর্তৃপক্ষ আসন্ন বসুন্ধরা গ্রুপ দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এ ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং মহানগরীর লিগ কমিটির কাছে চিঠিও দেওয়া হয়েছে।’ চিঠিটি আজই দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
গত ৪ আগস্ট সাইফকে রেখেই দ্বিতীয় বিভাগ লিগের ড্র করেছে বাফুফে। লিগে ১৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘খ’ গ্রুপে আছে সাইফ স্পোর্টিং। সাইফ স্পোর্টিংয়ের মূল পরিচিতি মূলত প্রিমিয়ার লিগে খেলার জন্য। সর্বশেষ লিগে তৃতীয় হয়েছে তারা। প্রিমিয়ারে না খেলার সিদ্ধান্তে এখনো অটল আছে তারা।