পুরস্কার হাতে মঞ্চে করিম বেনজেমা ও অ্যালেক্সিয়া পুতেয়াস
পুরস্কার হাতে মঞ্চে করিম বেনজেমা ও অ্যালেক্সিয়া পুতেয়াস

ফটো ফিচার

ছবির গল্পে উয়েফার বর্ষসেরা পুরস্কার

তুরস্কের ইস্তাম্বুলে কাল রাতে চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে উয়েফার বর্ষসেরার পুরস্কার দেওয়া হয়। গত মৌসুমের পারফরম্যান্স বিচারে ভোটাভুটিতে ছেলেদের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজেমা। মেয়েদের বর্ষসেরার পুরস্কার জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড অ্যালেক্সিয়া পুতেয়াস।

ছেলেদের বর্ষসেরা কোচের পুরস্কারও রিয়াল মাদ্রিদের ঘরেই উঠেছে। মাদ্রিদের ক্লাবটির কোচ কার্লো আনচেলত্তি জিতেছেন এই পুরস্কার। রিয়ালকে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও সুপার কাপ জিতেছেন এই ইতালিয়ান। মেয়েদের বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন ডাচ কোচ সারিনা ভাইগমান। গত জুলাইয়ে তাঁর হাত ধরে মেয়েদের ইউরো জিতে নেয় ইংল্যান্ড। ছবিতে ছবিতে আসুন দেখে নেই উয়েফার বর্ষসেরা রাতের গল্প—

উয়েফার অনুষ্ঠানে দুই সঞ্চালক পেদ্রো পিন্টো ও রেশমিন চৌধুরি। পেদ্রো উয়েফার কমিউনিকেশনস বিভাগের ব্যবস্থাপনা পরিচালক এবং রেশমিন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংবাদকর্মী। উয়েফা বর্ষসেরার অনুষ্ঠানে প্রাণবন্ত সঞ্চালনা করেন দুজন
উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিনের কাছ থেকে বর্ষসেরা কোচের পুরস্কার নিচ্ছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি
বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার নেওয়ার পর এক ফাঁকে বেনজেমা ও পুতেয়াস। আড্ডার মেজাজে কথা বলছেন দুজন। পুতেয়াস পেয়েছেন বর্ষসেরা নারী খেলোয়াড়ের পুরস্কার। বেনজেমার হাতে ছেলেদের বর্ষসেরার ট্রফি
মেয়েদের বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন ইংল্যান্ড নারী দলের ডাচ কোচ সারিনা ভাইগমান। ইস্তাম্বুলের অনুষ্ঠানে তিনি আসতে পারেননি। তাই ভিডিওবার্তায় কথা বললেন গত জুলাইয়ে ইংল্যান্ডকে ইউরো জেতানো এই কোচ। মঞ্চে ভিডিওবার্তায় তাঁর কথা বলার একটি মুহূর্ত
উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিনের কাছ থেকে ছেলেদের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার নিচ্ছেন বেনজেমা। পাশেই বর্ষসেরা নারী ফুটবলার পুতেয়াস
এক ফ্রেমে দুই বর্ষসেরা ফুটবলার। উয়েফা বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার এর আগেও জিতেছেন পুতেয়াস। বেনজেমা পুরস্কারটি জিতলেন এই প্রথম
ছেলেদের বর্ষসেরা খেলোয়াড় ও বর্ষসেরা কোচের পুরস্কার উঠেছে রিয়ালের ঘরে। ক্লাবটির ফরোয়ার্ড বেনজেমা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে, পাশেই বর্ষসেরা কোচ আনচেলত্তি
ছেলেদের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে করিম বেনজেমা। গত মৌসুমে অসাধারণ খেলার স্বীকৃতি
ইস্তাম্বুলের মঞ্চে একসঙ্গে চার পুরস্কারজয়ী। সবার বাঁয়ে এসি মিলান ও ইতালির সাবেক কোচ আরিগো সাচ্চি। সম্মানসূচক ‘বেষ্ট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ হাতে দাঁড়িয়ে তিনি। সাচ্চির পাশেই উয়েফার সভাপতি আলেক্সান্দার সেফেরিন। সবার মাঝে দাঁড়িয়ে উয়েফা বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কারজয়ী বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড অ্যালেক্সিয়া পুতেয়াস। তাঁর পাশে ছেলেদের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে করিম বেনজেমা। সবার ডানে ছেলেদের বর্ষসেরা কোচের পুরস্কার হাতে কার্লো আনচেলত্তি