বিশ্বকাপ জয়ের পর মেসি
বিশ্বকাপ জয়ের পর মেসি

মার্তিনেজের চোখে বিশ্বকাপ ফাইনালের সেরা মেসি নন

কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার জয়ের নায়ক কে—জোড়া গোল করা লিওনেল মেসি নাকি পেনাল্টি আটকে দেওয়া গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ? অনেকের কাছে মেসিই আর্জেন্টিনাকে ফাইনাল জেতানোর নায়ক। কেউ আবার সেরার প্রশ্নে বেছে নেন মার্তিনেজকে। আর্জেন্টাইন এই গোলকিপার নিজেকে বা মেসিকে ফাইনালের সেরা খেলোয়াড় মনে করেন না। তাঁর চোখে কাতার বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে ফাইনালের সেরা খেলোয়াড় আনহেল দি মারিয়া।

কাতার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে চোটে পড়েছিলেন দি মারিয়া। সেই চোটের কারণে কোয়ার্টার ফাইনালে খেলতে পেরেছেন মাত্র ১০ মিনিট। সেমিফাইনালে সেটাও পারেননি। এমনকি ফাইনালে খেলতে না পারার শঙ্কাও ছিল তাঁর। তবে চোট কাটিয়ে ফাইনালে ফেরেন শুরুর একাদশে। আর মাঠে নেমেই ২১ মিনিটে আর্জেন্টিনাকে পেনাল্টি আদায় করে দেন দি মারিয়া। সেই পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। এর ১৫ মিনিট পর জালে বল পাঠান দি মারিয়া।

বিশ্বকাপ ফাইনালে করা গোলটিকে সবার ওপরে রেখেছেন দি মারিয়া

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেজ বলেছেন, ‘আনহেল দি মারিয়া চোটের কারণে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলতে পারেনি, সে-ই আমাদের ফাইনালের সেরা খেলোয়াড় ছিল। যখন দি মারিয়া মাঠ ছেড়ে যায়, আমি ব্যক্তিগতভাবে তার কাছে গিয়ে প্রশংসা করেছি। কারণ, আমার মনে হয়েছে সে-ই আমাদের বিশ্বকাপ এনে দিয়েছে। তার চোট ছিল, এরপরও সে যেভাবে ফাইনালে খেলেছে, আমি তার কাছে কৃতজ্ঞ থাকব।’

কাতার বিশ্বকাপের ফাইনালে একাধিকবার আর্জেন্টিনার রক্ষণ দেয়াল হয়ে ওঠেন এমিলিয়ানো মার্তিনেজ

বিশ্বকাপে ফাইনালসহ আর্জেন্টিনার সব নকআউট ম্যাচেই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মেসি। ধারাবাহিকভাবে ম্যাচসেরার পুরস্কার জেতা মেসিকে নাকি ম্যাচসেরা হতে নিষেধ করেছিলেন মার্তিনেজ। তিনি বলেছেন, ‘অবশ্যই বাকি ১০ জন ফুটবলারও দলকে জেতাতে সাহায্য করছিল। আমি মেসিকে বলছিলাম, আমাদের জন্যও কিছু রাখো। আমরা তাকে মাঠে ভালোই সাহায্য করতে পেরেছি।’