ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে অনুশীলন চলছে দরিভাল জুনিয়রের ব্রাজিলের। বাংলাদেশ সময় আগামীকাল সকালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পেরুর মুখোমুখি হবে তারা। এর আগে ব্রাজিল দলের অনুশীলনে হঠাৎ করেই মানে গারিঞ্চা স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে গিয়ে হাজির ২০০২ বিশ্বকাপজয়ী দলের তিন সদস্য। এর আগে গত শনিবার ব্রাজিলের অনুশীলনে গিয়েছিলেন ২০০২ বিশ্বকাপজয়ী দলের আরও একজন।
তা পালা করে ব্রাজিল দলের অনুশীলন দেখতে বিশ্বজয়ী সাবেক খেলোয়াড়েরা কেন যাচ্ছেন? হতে পারে বিপর্যস্ত ব্রাজিল দলকে অনুপ্রেরণা দিতেই তাঁরা এটা করছেন।
মানে গারিঞ্চা স্টেডিয়ামে আজ ব্রাজিল দলের অনুশীলনে গিয়েছিলেন ২০০২ বিশ্বকাপজয়ী দলের ফুলব্যাক জুনিয়র, ডিফেন্ডার এডমিলসন ও ফরোয়ার্ড এডিলসন। এর আগে গত শনিবার ব্রাজিলের অনুশীলন দেখতে গিয়েছিলেন ২০০২ বিশ্বকাপে ব্রাজিল দলের আরেক ডিফেন্ডার লুসিও।
অনুশীলন চলছে ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা উইঙ্গার গারিঞ্চার নামে গড়া মানে গারিঞ্চা স্টেডিয়ামে। খেলা হবে সালভাদরের বাহিয়ার ফন্তে নোভা স্টেডিয়ামে। সালভাদরে জন্ম নিয়েছেন বেবেতোর মতো বিশ্বকাপজয়ী ফুটবলার, বাহিয়ায় আবার দানি আলভেজ। সেদিক থেকে দেখলে মানে গারিঞ্চা আর ফন্তে নোভা স্টেডিয়ামই তো বড় প্রেরণা হতে পারে ব্রাজিলের এই দলটির জন্য।
কিন্তু ব্রাজিলের সাম্প্রতিক অবস্থা এমন যে শুধু গারিঞ্চার নামে গড়া স্টেডিয়াম আর বেবেতো-আলভেজদের শহরে খেলা হওয়ার প্রেরণায় খুব একটা অনুপ্রাণিত হতে পারছেন না দলটির খেলোয়াড়েরা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৯ রাউন্ড শেষে তাদের পয়েন্ট মাত্র ১৩, আছে চতুর্থ স্থানে।
শুধু বাছাইপর্বের পয়েন্ট তালিকার বাজে অবস্থাই নয়, কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ার পর থেকে ক্রমাগত নিম্নমুখী ব্রাজিলের ফুটবল। কাতার বিশ্বকাপের পর কোচের পদ থেকে তিতে সরে দাঁড়ান। এরপর ব্রাজিলের ফুটবলে অনেকটা সময়জুড়ে ছিল কোচ-সংকট। সেই অবস্থা কাটিয়ে উঠলেও বাজের পারফরম্যান্সের বৃত্ত থেকে যেন বেরই হতে পারছে না ব্রাজিল।