কাতার বিশ্বকাপের সফল আয়োজনে আশাবাদী আয়োজক কমিটির প্রধান নাসের আল খাতের
কাতার বিশ্বকাপের সফল আয়োজনে আশাবাদী আয়োজক কমিটির প্রধান নাসের আল খাতের

কাতার বিশ্বকাপ থেকে আয় হবে ৬০০ কোটি ডলার

কাতার বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৭৫ দিন বাকি। শিরোপা জয়ের ফেবারিট কোন দল অথবা কোন দল কত দূর যেতে পারে—এসব নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে ফুটবল–বিশ্বে। এর পাশাপাশি আলোচনা হচ্ছে, প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করতে যাওয়া কাতারই–বা টুর্নামেন্টটা কতটা সফলভাবে সম্পন্ন করতে পারবে।

বিশ্বকাপ আয়োজনে কাতারের প্রস্তুতি কেমন, এ নিয়ে কথা বলতে আজ টুইটার লাইভে এসেছিলেন কাতার বিশ্বকাপের আয়োজক কমিটির প্রধান নাসের আল খাতের। আসন্ন বিশ্বকাপ নিয়ে বেশ রোমাঞ্চিত তিনি।

বিশ্বকাপ উপলক্ষে দেশের অবকাঠামোই বদলে ফেলেছে কাতার

আর্থিকসহ সব দিক মিলিয়ে এবারের বিশ্বকাপ সফল হবে বলেই আশা করেন আল খাতের। টুইটার লাইভে এবারের বিশ্বকাপের আর্থিক দিক নিয়ে তিনি বলেছেন, ‘ফিফার হিসাব অনুযায়ী, এবারের বিশ্বকাপ থেকে আয় ৬০০ কোটি ডলারে পৌঁছাতে পারে।’ বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ৬০ হাজার কোটি টাকা।

বিশ্বকাপ এক দিন এগিয়ে আনা সম্পর্কেও কথা বলেছেন আল খাতের। ২১ নভেম্বরের পরিবর্তে বিশ্বকাপ এখন শুরু হবে ২০ নভেম্বর। এটা নিয়ে তাঁর কথা, ‘সংশ্লিষ্ট অনেকেই বিশ্বকাপের উদ্বোধনী রোববার করায় সমর্থন করেছে।’

বিশ্বকাপ আসে চার বছর পরপর। ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টের টিকিটের জন্য তো চাহিদা থাকবেই। তবে আল খাতেরের দাবি, ভৌগোলিক কারণে কাতার বিশ্বকাপের টিকিটের চাহিদা একটু বেশি, ‘আমরা আগে থেকেই জানতাম, কাতারের ভৌগোলিক কারণে টিকিটের চাহিদা বেশি থাকবে। কাতার এশিয়ান দেশ ভারত-চীনের থেকে যেমন কাছে, তেমনি কাছে ইউরোপিয়ান দেশগুলো থেকেও।’

টিকিট বেশি বিক্রি হবে, তাই বিশ্বকাপের সময় কাতারে মানুষের ঢল নামারই কথা। অতিরিক্ত মানুষের এ ঢল কি ঠিকভাবে সামাল দিতে পারবে কাতার? আল খাতের আত্মবিশ্বাসী এ ক্ষেত্রেও, ‘বিশ্বকাপে আসতে যাওয়া সব শ্রেণির দর্শকের জন্যই আমরা সুলভ মূল্যে থাকার ব্যবস্থা করেছি। দোহা মেট্রোস্টেশন থেকে বিশ্বকাপের সব মাঠে দর্শকদের পরিবহনের জন্য বাস সার্ভিস রাখার পরিকল্পনা করছি আমরা।’