কিলিয়ান এমবাপ্পেকে বছরে ৬৯ কোটি ৫০ লাখ ইউরো পারিশ্রমিক দিতে চায় আল হিলাল
কিলিয়ান এমবাপ্পেকে বছরে ৬৯ কোটি ৫০ লাখ ইউরো পারিশ্রমিক দিতে চায় আল হিলাল

এমবাপ্পেকে আল হিলালের লোভনীয় প্রস্তাব নিয়ে লেব্রন জেমসের মজা

দলবদলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় কে? উত্তরটা সবার জানা—নেইমার। ২০১৭ সালে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পিএসজির কাছে ২২ কোটি ২০ লাখ ইউরোয় বিক্রি করে বার্সেলোনা, যা এখন পর্যন্ত দলবদল ইতিহাসের বিশ্ব রেকর্ড।

তবে ফরাসি দৈনিক লেকিপ ও বার্তা সংস্থা এএফপি কাল যে খবর দিয়েছে, তাতে রেকর্ডটা বুঝি ভাঙতেই চলেছে! শুধু কিলিয়ান এমবাপ্পে রাজি হলেই হয়। নেইমারেরই সতীর্থ এমবাপ্পেকে পিএসজির কাছ থেকে ছাড়িয়ে নিতে ৩০ কোটি ইউরো প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। আর পারিশ্রামিক হিসেবে এমবাপ্পেকে এক মৌসুমেই দিতে চেয়েছে ৬৯ কোটি ৫০ লাখ ইউরো! এর আগে লিওনেল মেসিকে বছরে ৪০ কোটি ইউরো পারিশ্রমিক দিতে চেয়েছিল সৌদি ক্লাবটি।

আল হিলালের প্রস্তাবে সাড়া দিয়ে পিএসজি তাদের অনুমতি দিয়েছে এমবাপ্পের সঙ্গে দলবদল নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলার। বিশ্বকাপজয়ী ফরাসি তারকা ‘হ্যাঁ’ বলে দিলে নেইমারকে ছাড়িয়ে তিনিই হবেন দলবদল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়।

এই লোভনীয় প্রস্তাব এমবাপ্পে রাজি হবেন কি না, সেটা কয়েক দিনের মধ্যেই জানা যাবে। তবে লেব্রন জেমস ও জিয়ান্নিস আন্তেতোকুন্মপো কিন্তু আল হিলালে যেতে এক পায়ে খাঁড়া! এত টাকার মায়া কেউ ছাড়তে পারেন! আল হিলালের এমন প্রস্তাবের খবর শুনে আসলে মজা করেছেন দুই বাস্কেটবল তারকা জেমস ও আন্তেতোকুন্মপো।

বিশ্বখ্যাত সাময়িকী ফোবর্সের হিসাব অনুযায়ী, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়াবিদদের তালিকায় তিনে আছেন কিলিয়ান এমবাপ্পে। এরপরই আছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস। খেলোয়াড়দের চুক্তিবিষয়ক ওয়েবসাইট ‘স্পোর্টরাক’-এর তথ্যমতে, জেমস তাঁর ক্যারিয়ারে সর্বোচ্চ আয় করবেন ২০২৩-২৪ মৌসুমে। সেটাও আল হিলালে গেলে এমবাপ্পে যা পাবেন, তার চেয়ে অনেক কম—৪ কোটি ২৫ লাখ ইউরো।

তাই সামাজিক যোগাযোগমাধ্যমে দৌড়ানোর একটি অ্যানিমেশন পোস্ট করে লেব্রন জেমস লেখেন, ‘রিচ পল ও মাভেরিক কার্টারকে ফোন করা মাত্রই আমি এক বছরের চুক্তিতে সৌদি যাব।’ রিচ পল হলেন জেমসের এজেন্ট আর মাভেরিক কার্টার তাঁর বাণিজ্যিক অংশীদার। আল হিলাল তাঁদের সঙ্গে যোগাযোগ করলেই রাজি হবেন, ওই পোস্টের মাধ্যমে সেটাই বোঝাতে চেয়েছেন।

আন্তেতোকুন্মপোও কম যাননি। নাইজেরিয়ান বংশোদ্ভূত এই গ্রিক বাস্কেটবল তারকা লেখেন, ‘আল হিলাল, তোমরা আমাকে নিতে পারো। আমি দেখতে কিলিয়ান এমবাপ্পের মতো।’