পিএসজি তারকা লিওনেল মেসি
পিএসজি তারকা লিওনেল মেসি

মেসি ক্যাম্প ন্যুয়ে ফিরলে তাঁকে অধিনায়কত্ব দেবে বার্সেলোনা

বার্সেলোনা এবার কি তাহলে লিওনেল মেসিকে পটানোর চেষ্টা করছে! সৌদি আরব থেকে হাজার হাজার কোটি টাকার প্রস্তাব আছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিও তাঁকে পেতে টাকার বস্তা নিয়ে অপেক্ষায় আছে। অন্যদিকে আর্থিক সংকটে ভুগতে থাকা বার্সেলোনা এ দুই ক্লাবের মতো মেসিকে অর্থের নিশ্চয়তা দিতে পারছে না।

অনেকেরই প্রশ্ন—সৌদি আরব বা ইন্টার মায়ামির কাঁড়ি কাঁড়ি অর্থের হাতছানি এড়িয়ে মেসি বার্সেলোনায় কেন যাবেন? বার্সা–সংশ্লিষ্ট ব্যক্তিদের এ ক্ষেত্রে যুক্তি কম নয়। পুরোনো ক্লাবের প্রতি ভালোবাসা থেকেই মেসি ক্যাম্প ন্যুয়ের দলটিতে ফিরবেন বলে মনে করেন তাঁরা। একই সঙ্গে মেসি সেখানে পুরোনো বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারবেন বলেও যুক্তি দেওয়া হচ্ছে।

২০২১ সালে পিএসজিতে নাম লেখানোর আগে মেসিই ছিলেন বার্সেলোনার অধিনায়ক

মেসির ভবিষ্যৎ নিয়ে এসব কথাবার্তার মধ্যেই লরিয়াস পুরস্কার অনুষ্ঠানে তাঁর সঙ্গে দেখা হয়েছিল বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির। মেসির সঙ্গে সৌজন্য বিনিময়ের অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি কথা বলেছেন লেভা। তাঁর কথা—মেসির চোখে বার্সার জন্য ভালোবাসা দেখেছেন তিনি!

পরিস্থিতি যখন এমন, মেসিকে ‘পটাতে’ই যেন বার্সেলোনা আরেকটি ঘোষণা দিয়েছে—আবার ক্যাম্প ন্যুয়ে ফিরলে আর্জেন্টিনার অধিনায়কই নেতৃত্ব দেবেন বার্সাকে। ২০২১ সালে পিএসজিতে নাম লেখানোর আগে মেসিই ছিলেন বার্সেলোনার অধিনায়ক। তিনি যাওয়ার পর বার্সার নেতৃত্ব ছিল সের্হিও বুসকেতসের কাঁধে। সেই বুসকেতস বার্সায় শেষ মৌসুমটা খেলছেন এবার। স্পেনের সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর খবর, মেসি ফিরলে আবার বার্সার নেতৃত্ব পাবেন তিনি।