হামজা চৌধুরীকে বাংলাদেশ জাতীয় দলে খেলানোর প্রক্রিয়া চলছে বেশ কিছুদিন ধরেই। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টারে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারের বাংলাদেশি পাসপোর্ট করার কাজ চলছে। সে জন্য তাঁর জন্মনিবন্ধন সনদও লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে পাঠানো হয়েছে। হামজার পর এবার মোহামেডানের মালির ফুটবলার সোলেমান দিয়াবাতেকেও বাংলাদেশের হয়ে খেলানোর প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এ ব্যাপারে আজ প্রথম আলোকে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন, ‘সোলেমান দিয়াবাতেকে বাংলাদেশের হয়ে খেলানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিক প্রক্রিয়া শুরু করে দিয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানানো হয়েছে। যেহেতু জাতীয় দলের হয়ে খেলতে গেলে পাঁচ বছর বাংলাদেশে থাকার একটা ব্যাপার আছে, তাই ইমিগ্রেশনে খোঁজ নেওয়া হচ্ছে, গত পাঁচ বছরে দিয়াবাতে কমপক্ষে ১৮০ দিন করে বাংলাদেশে অবস্থান করেছেন কি না।’
কত দিনে এই প্রক্রিয়া শেষ হতে পারে, এমন প্রশ্নে ইমরান জানান, ‘প্রতিটি প্রক্রিয়া ভিন্ন ভিন্ন। এর আগে এলিটা কিংসলিকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছিল। এলিটার ক্ষেত্রে সুবিধা ছিল, তাঁর স্ত্রী ছিলেন বাংলাদেশি। দিয়াবাতেকে ভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। আপাতত তাঁর ব্যাপারটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছে।’
২০১৯ সাল থেকে মোহামেডানের জার্সিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন দিয়াবাতে। এরই মধ্যে তিনি সাদা–কালোদের বড় আস্থা হয়ে উঠেছেন। ১৫ গোল করে এবারের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তিনি দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। গত বছর ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানের হয়ে আবাহনীর বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পরপরই দিয়াবাতেকে বাংলাদেশের জার্সিতে খেলানোর বিষয়টা ওঠে। ৪–৪ গোলে অমীমাংসিত সেই ম্যাচে মোহামেডান জিতেছিল টাইব্রেকারে। দিয়াবাতেও ফাইনালের পর এ ব্যাপারে নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন। বলেছিলেন, ‘যদি তারা (বাফুফে) চায়, আমার কোনো আপত্তি নেই। তারা চাইলে আমি বাংলাদেশের হয়ে খেলতে রাজি। আমি সব সময় তৈরি।’
‘তৈরি’ হলেও দিয়াবাতে নিজে সরাসরি বাফুফেকে সেই ইচ্ছার কথা কখনোই জানাননি। তবে বাফুফে সাধারণ সম্পাদক জানিয়েছেন, ‘দিয়াবাতে খেলতে চান, এটা মোহামেডান ক্লাবের মাধ্যমে জেনেই আমরা প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি। তবে আমাদের সরাসরি তিনি নিজের ইচ্ছার কথা জানাননি। আমরাই প্রক্রিয়া এগিয়ে নিয়ে তাঁকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাব।’
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ১৯৯১ সালে জন্ম দিয়াবাতের। আফ্রিকান ফুটবলে মালি মাঝারি শক্তি, ফিফা র্যাঙ্কিংয়ে অবস্থান—৪৫। বাংলাদেশে খেলতে আসার আগে তিনি খেলেছিলেন ভিয়েতনাম লিগে।