জেমস ম্যাডিসনের একমাত্র গোলে ইউনাইটেডকে হারিয়েছে টটেনহাম
জেমস ম্যাডিসনের একমাত্র গোলে ইউনাইটেডকে হারিয়েছে টটেনহাম

ইংলিশ প্রিমিয়ার লিগ

ইউনাইটেডের বিপক্ষে জয়ের হ্যাটট্রিক টটেনহামের, ফিরল ৪৫ বছরের পুরোনো স্মৃতি

ম্যাচ শুরুর আগেই ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের একটি খারাপ খবর শোনান রুবেন আমোরিম। ইউনাইটেড কোচ জানান এ মৌসুমে আর মাঠে নামার সম্ভাবনা নেই চোটে পড়া উইঙ্গার আমাদ দিয়ালোর।

এমন দুঃসংবাদ শুনে টটেনহামের বিপক্ষে ম্যাচ দেখতে বসা ইউনাইটেডের সমর্থকদের দুঃখটা নিশ্চিত দ্বিগুণ হয়েছে ম্যাচ শেষে। টটেনহাম স্টেডিয়ামে তাঁদের দল যে প্রিমিয়ার লিগের ম্যাচে হেরে গেছে ১-০ গোলে। ১৩ মিনিটে করা জেমস ম্যাডিসনের গোলটি ধরে রেখেই সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের বিপক্ষে টানা তৃতীয় জয় পেল টটেনহাম। ৪৫ বছর পর ইউনাইটেডের বিপক্ষে জয়ের হ্যাটট্রিক পেল উত্তর লন্ডনের ক্লাবটি।

টটেনহামের জয়ে বড় ভূমিকা রেখেছেন গোলরক্ষক ভিকারিও
রয়টার্স

আমোরিমের দল অবশ্য সমতা ফেরানোর ভালো সুযোগই পেয়েছিল। তবে আর্জেন্টাইন তারকা আলেহান্দ্রো গারনাচো গোল বরাবর তিনটি শট নিয়েও ব্যর্থ হয়েছেন। তাতে অবশ্য অনেক দিন পর দলে ফেরা টটেনহাম গোলরক্ষক গুলিয়েলমো ভিকারিও বড় ভূমিকাই রেখেছেন। এ ছাড়াও একবার ১০ গজ দূর থেকে বার উঁচিয়ে বাইরে পাঠান গারনাচো। টটেনহামও অবশ্য ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেছে। ম্যাথিয়াস তেলকে গোল করতে দেননি আন্দ্রে ওনানা।

হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ছেন গারনাচো ও তাঁর সতীর্থরা

ম্যাচটি শুরু আগে ইউনাইটেড ছিল পয়েন্ট তালিকার ১৪ নম্বরে, টটেনহাম ১৫ নম্বরে। মৌসুমের নবম জয়ে ২৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টটেনহাম উঠে গেছে ১২ নম্বরে। অন্যদিকে ২৫তম ম্যাচে ১২তম হারের দেখা পাওয়া ইউনাইটেড ২৯ পয়েন্ট নিয়ে নেমে গেছে ১৫ নম্বরে।

১২
১৯৭৩-৭৪ মৌসুমের পর শীর্ষ লিগে এবারই প্রথম ২৫ ম্যাচে ১২ ম্যাচ হারল ইউনাইটেড। ৫১ বছর আগে সেই মৌসুমে প্রথম ২৫ ম্যাচে ১৩ ম্যাচ হারা ইউনাইটেড অবনমিত হয়েছিল।