লিওনেল মেসি পিএসজি ছেড়েছেন। একই পথে আছেন কিলিয়ান এমবাপ্পেও। এ দুজনের বিদায়ে আগামী মৌসুমে পিএসজির দায়িত্ব নেইমারের কাঁধে আসার কথা শোনা যাচ্ছিল। অনেকে এটাকে পিএসজিতে নেইমারের স্বপ্নপূরণের সুযোগ হিসেবেও দেখছিল। এর মধ্যে গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় জিয়নবুক হুন্দাই মোটরসের সঙ্গে প্রাক্-মৌসুম প্রীতি ম্যাচে পিএসজির হয়ে মাঠে ফিরেই জোড়া গোল করেন নেইমার। তাঁর এই জোড়া গোলকে পিএসজিতে নেইমারের নতুন দিনের সূচনা হিসেবেই দেখছিলেন অনেকে।
কিন্তু গতকাল রাত থেকেই হঠাৎ পরিস্থিতি মোড় নিয়েছে ভিন্ন দিকে। ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ জানায়, নেইমার নাকি পিএসজিকে ক্লাব ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন। নেইমারের ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানানোর এই খবরে নাকি বিস্মিত হয়েছে পিএসজি কর্তৃপক্ষ। যা একই সঙ্গে ইউরোপীয় ফুটবলের দলবদলের বাজারেও নতুন এক অস্থিরতার সূচনা করেছে। ২০১৭ সালে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে ২২ কোটি ইউরোতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসেন নেইমার।
নেইমারের ক্লাব ছাড়ার খবর সামনে আসার পর, তাঁর পরবর্তী গন্তব্য হিসেবে বেশ কয়েকটি ক্লাবের নাম শোনা যাচ্ছে। এদিকে তাঁর দলবদল নিয়ে মুখ খুলেছেন তাঁর বাবা নেইমার দা সিলভা সান্তোস, যিনি একই সঙ্গে নেইমারের এজেন্টও বটে। তিনি এই খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন এবং সংবাদমাধ্যম লেকিপকে একহাত নিয়েছেন। নেইমারের পিএসজির ছাড়ার খবর নিয়ে লেকিপের ওপর ক্ষোভ প্রকাশ করে তাঁর বাবা বলেছেন, ‘আমি এমন খবর নিশ্চিত করতে পারি না, যা ঘটেইনি। লেকিপ এখন লে’ফেইক।’
এর আগে লেকিপ জানায়, নেইমারের ক্লাব ছাড়ার সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে কিছুদিন আগে তাঁর বাসার সামনে হয়ে যাওয়া বিক্ষোভ সমাবেশ। মে মাসের প্রথম সপ্তাহে নেইমারের পিএসজি ছাড়ার দাবিতে তাঁর বাড়ির সামনে এই প্রতিবাদ সভাটি করেছিল পিএসজির কট্টরপন্থী কিছু সমর্থক। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে বায়ার্ন মিউনিখের কাছে হারার পর মূলত সমর্থকদের তোপের মুখে পড়েন নেইমার।
কিন্তু তাঁকে নিয়ে হওয়া এই প্রতিবাদ সভা নাকি স্বাভাবিকভাবে নিতে পারেননি নেইমার। যা এখন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ক্লাব ছাড়ার পথে চালিত করেছে। লেকিপের এই সংবাদের পেছনেও সেই কট্টরপন্থী সর্মথকদের হাত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নেইমারের বাবা সান্তোস। তিনি বলেছেন, ‘এই খবটির অন্য কোথাও থেকে এসেছে। তাদের উদ্দেশ্য বোঝার চেষ্টা করছি।’
এদিকে নেইমারের ক্লাব ছাড়ার খবর সামনে আসার পর তাঁর ভবিষ্যৎ গন্তব্য নিয়েও শুরু হয়েছে নানা গুঞ্জন। স্কাই স্পোর্টস জানিয়েছে নেইমারের জন্য ৬ থেকে ৯ কোটি ইউরোর মধ্যে যেকোনো প্রস্তাবকে বিবেচনা করবে পিএসজি। কিন্তু এই টাকায় নেইমারকে শেষ পর্যন্ত কারা কিনবে, তা নিয়ে আছে ধোঁয়াশা। দলবদলের শুরু থেকে একাধিকবার শোনা গিয়েছিল বার্সেলোনার কথা। জুনের শুরুতে নেইমারের পিএসজি ছেড়ে বার্সায় আসার সম্ভাবনা নিয়ে জাভি বলেছিলেন, ‘আমি নেইমারের এই খবরে বেশ অবাক হয়েছি। সে কখনোই আমাদের পরিকল্পনায় ছিল না।’
এরপর কদিন আগে জানা যায়, দেম্বেলের বদলে নেইমারকেও ধারে বার্সায় পাঠানোর প্রস্তাব দিয়েছিল পিএসজি। কিন্তু তাদের সেই প্রস্তাবে এবারও ‘না’ করে দেন জাভি। এখন নেইমারের পিএসজি ছাড়ার খবরের পর ফের তাঁর নামের সঙ্গে জড়িয়ে শোনা যাচ্ছে বার্সার কথা। কিন্তু এই মুহূর্তে জাভি নাকি বড় সাইনিং চান না। তা ছাড়া দলের সমন্বয়ে নেইমারের মতো তারকার আগমন বড় কোনো প্রভাব ফেলবে কি না, সেই আশঙ্কাও আছে। তবে দলবদলের বাজারে শেষকথা বলে কিছু নেই। তাই নেইমার–বার্সা সমীকরণ নতুন কোনো চমক নিয়ে আসে কি না, সেদিকে চোখ রাখতেই হবে।
নেইমারের গন্তব্যের তালিকায় শোনা যাচ্ছে চেলসির নামও। এর আগে পিএসজিতে চেলসির বর্তমান কোচ মরিসিও পচেত্তিনোর অধীন খেলেছিলেন নেইমার। কিন্তু ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ইভিনিং স্ট্যান্ডার্ড’ জানিয়েছে, নেইমারকে দলে টানার কোনো ইচ্ছে নেই পচেত্তিনোর। নেইমারের খেলার ধরন চেলসির খেলার ধরনের সঙ্গে যাবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে পচেত্তিনোর মনে। যে কারণে এই মুহূর্তে নেইমারকে চান না এই আর্জেন্টাইন কোচ। এখন সব মিলিয়ে বেশ অনিশ্চিত এক পরিস্থিতিতেই পড়েছেন নেইমার। শেষ পর্যন্ত তাঁর ভাগ্যে কী ঘটে, তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতেই হচ্ছে।