লিওনেল মেসি ও আঁতোয়ান গ্রিজমান যখন বার্সেলোনায় সতীর্থ ছিলেন
লিওনেল মেসি ও আঁতোয়ান গ্রিজমান যখন বার্সেলোনায় সতীর্থ ছিলেন

মেসির লিগে ক্যারিয়ার শেষ করতে চান গ্রিজমানও

ইউরোপের ফুটবলারদের সম্প্রতি সৌদি আরবের ফুটবলে পথ দেখিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সে পথে হেঁটে করিম বেনজেমা, রবার্তো ফিরমিনো, জর্ডান হেন্ডারসন, নেইমাররা নাম লিখিয়েছেন সৌদির বিভিন্ন ক্লাবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফুটবলে নতুন যুগের সূচনা করেছেন রোনালদোর তুমুল প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। তাঁর পথ ধরে এরই মধ্যে সাবেক দুই বার্সেলোনা সতীর্থ সের্হিও বুসকেতস ও জর্দি আলবা নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের ফুটবলে। এখানেও তাঁরা তিনজন সতীর্থ।

বার্সায় সুবিধা করতে না পেরে আতলেতিকো মাদ্রিদে ফিরেছেন আঁতোয়ান গ্রিজমান

মেসির পথ ধরে এবার যুক্তরাষ্ট্রের ফুটবলে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন তাঁর আরেক সাবেক বার্সা সতীর্থ আঁতোয়ান গ্রিজমানও। গতকাল আতলেতিকো মাদ্রিদের সংবাদ সম্মেলনে এসে ফরাসি ফরোয়ার্ড বলেছেন, তিনি ইন্টার মায়ামিতে মেসির খেলার খোঁজখবর রাখেন এবং কোনো একদিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলতে চান।

এই মুহূর্তে আতেলেতিকো মাদ্রিদে খেলা ৩২ বছর বয়সী গ্রিজমান বলেছেন, ‘হ্যাঁ, আমি এটা (ইন্টার মায়ামির খেলা) অনুসরণ করি। লিও মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। সে যখন থেকে যুক্তরাষ্ট্রে এসেছে, তার ম্যাচের সময় পুরো স্টেডিয়াম ভরে যায়। সে ম্যাচও জিতছে। আমি যদ্দুর জানি, তারা এখন নাশভিলের বিপক্ষে একটি ফাইনাল খেলবে।’

ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি

মেসির প্রশংসা করতে গিয়ে এখানেই থামেননি গ্রিজমান। তিনি যোগ করেছেন, ‘সে অসাধারণ একজন ফুটবলার। নিজেদের বিজ্ঞাপনের জন্য এমএলএস মেসিকে নিয়ে এসে সবচেয়ে ভালো কাজটি করেছে বলে আমার মনে হয়। যুক্তরাষ্ট্রের ফুটবলের প্রতিচ্ছবি হতে পারে সে।’

মেসির সঙ্গে আবার একসঙ্গে গ্রিজমান খেলতে পারবেন কি না, তা জানা মুশকিল। তবে একটা সময় মেসির লিগে খেলার স্বপ্ন দেখেন তিনি, ‘এটা আমার লক্ষ্য। আমার ক্যারিয়ারটা আমি সেখানে শেষ করতে চাই। আমি লিগটা উপভোগ করতে চাই।’