এখনো মেজর লিগ সকারের (এমএলএস) সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেননি লিওনেল মেসি। ধারণা করা হচ্ছে, জুলাইয়ের প্রথম সপ্তাহেই চুক্তি স্বাক্ষর করবেন আর্জেন্টাইন মহাতারকা। আর ১৬ জুলাই মেসিকে পরিচয় করিয়ে দিতে পারে ইন্টার মায়ামি।
৩০ জুন পিএসজির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তির মেয়াদ শেষ করবেন। এর মধ্যে চুক্তি স্বাক্ষরের পাশাপাশি মেসির অভিষেক নিয়েও কথা হয়েছে অনেক। প্রথমে শোনা গিয়েছিল, ২১ জুলাই মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে মেসির।
পরবর্তীতে একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম জানায়, ১৯ জুলাই ডিসি ইউনাইটেডের মাঠে আয়োজিত এমএলএস অল-স্টারস বনাম আর্সেনালের ম্যাচেও দেখা যেতে পারে মেসিকে। এখন জানা গেল, আর্সেনালের বিপক্ষে ম্যাচে মেসির খেলার হচ্ছে না। সেই ম্যাচের জন্য ঘোষিত দলে রাখা হয়নি বিশ্বকাপ জয়ী এই তারকাকে।
ডিসি ইউনাইটেডের ইংলিশ কোচ ওয়েইন রুনি এমএলএস অল-স্টারস দলের দায়িত্ব পালন করছেন। ডিসির মাঠ অডি ফিল্ডে আর্সেনালের মুখোমুখি হবে অল-স্টারস। এরই মধ্যে এই ম্যাচের জন্য ২৬ জনের দল ঘোষণা করা হয়েছে, যেখানে নেই মেসির নাম।
এর আগে জানা গিয়েছিল, চুক্তিসংক্রান্ত জটিলতা দূর করে এমএলএস অলস্টাসের ম্যাচে যেকোনোভাবে মেসিকে খেলানোর চেষ্টা করছিল এমএলএস কর্তৃপক্ষ। লিগের সম্প্রচার কার্যক্রমের সঙ্গে জড়িত অ্যাপলের একটি সূত্র তখন জানিয়েছিল, টেক জায়ান্টটিও চেষ্টা করছে যেকোনোভাবে মেসিকে এই ম্যাচে খেলানোর। কারণ, এই ম্যাচও এমএলএসের সিজন পাসের (মৌসুমভিত্তিক সাবস্ক্রিপশন) সঙ্গে যুক্ত। পাশাপাশি এই ম্যাচে মেসির খেলা বা না খেলার বিষয়টি অনেকটাই তাঁর ওপর নির্ভর করছে বলেও জানা গিয়েছিল। শেষ পর্যন্ত হয়তো মেসি রাজি না হওয়াতেই তাঁকে রাখা হয়নি দলে।
সে সময় অবশ্য ডিসি ইউনাইটেডের সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছিল, মেসিকে মূলত লিগের দক্ষতা প্রদর্শনী প্রতিযোগিতার জন্য চাওয়া হচ্ছে। যেটি সাধারণত অল-স্টারসের ম্যাচের আগের দিন অনুষ্ঠিত হয়। তবে সেই আয়োজনে মেসি উপস্থিত থাকবেন কি না তা জানা যায়নি। তেমনটা হলে সেটি যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীদের জন্য দারুণ পাওয়া হবে। এর আগে গত বছর লিগে যোগ দিয়ে এই আয়োজনে অংশ নিয়েছিলেন লরেনৎসো ইনসিনিয়ে।