ভিয়ারিয়ালের কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ
ভিয়ারিয়ালের কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ

ভিয়ারিয়াল ২: ১ রিয়াল মাদ্রিদ

ভিয়ারিয়ালের কাছে হেরে বার্সাকে পেছনে ফেলার সুযোগ নষ্ট রিয়ালের

ইয়েলো সাবমেরিনে ডুবল রিয়াল মাদ্রিদ। লা লিগায় ম্যাচে আজ ঘরের মাঠে ভিয়ারিয়াল ২-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেই হয়েছে ম্যাচের সবগুলো গোল।

বিরতির পর ২ মিনিট যেতে না যেতেই এগিয়ে যায় ভিয়ারিয়াল। ইয়েরেমি পিনোর শট ফারলাঁ মেন্দির গায়ে ঢুকে যায় রিয়ালের জালে। গোলের উৎসও ছিল মেন্দির ভুল। তাঁর পাস ধরে ফেলেন দানি পারেহো। এরপর জেরার্দ মোরেনোর পা ঘুরে বল যায় পিনোর কাছে।

দুই মিনিট পর রিয়ালকে সমতা এনে দেওয়ার সুযোগ হারান করিম বেনজেমা। রিয়াল অবশ্য সমতায় ফেরে ফরাসি স্ট্রাইকারের গোলেই। ৫৬ মিনিটে বেনজেমা আরেকবার গোলের সুযোগ নষ্ট করলেও ভিএআর পেনাল্টির সিদ্ধান্ত দেয় রিয়ালের পক্ষে। আক্রমণ গড়ে ওঠার সময় ভিয়ারিয়ালের আর্জেন্টাইন ডিফেন্ডার হুয়ান ফয়েথের বাড়িয়ে দেওয়া ডান হাতে লাগে বল। ভিনিসিয়ুস জুনিয়র অবশ্য তাৎক্ষণিকই পেনাল্টির আবেদন করেছিলেন। সেই পেনাল্টি থেকে ৬০ মিনিটে রিয়ালকে সমতা এনে দেন করিম বেনজেমা। এবারের লিগে বেনজেমার এটি অষ্টম গোল।

দলকে দ্বিতীয় গোল এনে দেওয়ার পর ভিয়ারিয়ালের জেরার্দ মোরেনোর (ডানে) উল্লাস

দুই মিনিট পরই আবার এগিয়ে যায় ভিয়ারিয়াল। এবার পেনাল্টি থেকে ইয়েলো সাবমেরিনদের এগিয়ে দেন স্প্যানিশ ফরোয়ার্ড জেরার্ড মোরেনো। রিয়ালের অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবা বক্সে পড়ে যাওয়ার সময় হাতে লাগিয়ে ফেলেন বল।

ম্যাচের বাকিটা সময় ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিল ভিয়ারিয়াল। যোগ করা সময়ে একবার থিবো কোর্তোয়া বাঁচিয়েছেন রিয়ালকে। রেফারি শেষ বাঁশি বাজানোর একটু আগে আমাউত দানিয়ুমা ৪০ গজ দূর থেকে রিয়ালের ফাঁকা গোল পোস্ট লক্ষ্য করে শট নিয়েছিলেন। পোস্টের সামান্য বাইরে দিয়ে বেরিয়ে যায় বল।

রিয়ালের একমাত্র গোল করিম বেনজেমার

প্রথমার্ধে দুদলই নষ্ট করে সুযোগ। গোলের প্রথম সুযোগ পেয়েছিল ভিয়ারিয়ালই। ফ্রান্সিস ককেলিনের ব্যাকহিল বাধা পায় পোস্টে। কাছ থেকে সুযোগ নষ্ট করেছেন আলেক্স বায়েনাও। অন্যদিকে ভিয়ারিয়ালকে বাঁচিয়েছেন গোলরক্ষক পেপে রেইনা। ৪০ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের শট ব্লক করেন রেইনা।

এই হারের পর ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা সমান ৩৮ পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে শীর্ষে আছে। অন্যদিকে এই জয়ে ১৬ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে উঠে এসেছে ভিয়ারিয়াল।