হুলিয়ান আলভারেজ কি ম্যানচেস্টার সিটি ছাড়ছেন?
এবারের মৌসুম শুরুর আগে সিটির আর্জেন্টাইন তারকার ক্লাব ছাড়ার খবর বেশ চাউর। শুধু আলভারেজই নন, কেভিন ডি ব্রুইনা ও এদেরসন মোরায়েসের সিটি ছাড়ার খবরও বেরিয়েছিল। ডি ব্রুইনা ও এদেরসন সৌদি আরবে যাচ্ছেন বলে শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত খবর, তাঁদের দুজনের কেউই ম্যানচেস্টার সিটি ছাড়ছেন না।
তবে আলভারেজকে নিয়ে জল্পনা এখনো তুঙ্গে। নতুন মৌসুমের দলবদলে আলভারেজ ভালোই খবর তৈরি করবেন বলে ধারণা করা হচ্ছে। শোনা যাচ্ছে, আলভারেজ নিজেই নাকি ম্যানচেস্টার সিটিকে বলেছেন, তিনি আর থাকতে চান না। বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন সিটির জার্সিতে খুব বেশি সময় খেলারও সুযোগ পাননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দলবদল–সংক্রান্ত খবর দিয়ে থাকেন ইতালির ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানো। তিনি বলেছেন, আলভারেজের এজেন্ট আগামী সপ্তাহেই স্পেন যাবেন, সেখানে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে আলাপ হবে। এখানে একটা কথা রোমানো স্পষ্টই বলেছেন, ম্যানচেস্টার সিটি আলভারেজকে ছেড়ে দিলেও ভালো দাম হাতে নিয়েই ছাড়তে চাচ্ছে। আলভারেজের ক্ষেত্রে এই দাম ৪০ থেকে ৫০ মিলিয়ন ইউরো হতে পারে।
এ মুহূর্তে আতলেতিকো মাদ্রিদের পাশাপাশি তাঁর (আলভারেজ) যাওয়ার সম্ভাবনা আছে পিএসজিতেও। ফরাসি ক্লাব অবশ্য আলভারেজের জন্য আতলেতিকো মাদ্রিদের চেয়ে বেশি মূল্যের প্রস্তাব দিয়েছে। জানা গেছে, সিটিও চাচ্ছে আলভারেজের দামটা যেন হয় ৭০ মিলিয়ন ইউরোর সঙ্গে আরও ২০ মিলিয়ন অ্যাড অন হিসেবেই।
বিভিন্ন ইংলিশ গণমাধ্যমের ধারণা, ম্যানচেস্টার সিটিতে আলভারেজের দিন ফুরিয়ে আসছে। তবে এটা ঠিক, আলভারেজকে সিটি তখনই ছাড়বে, যখন সন্তোষজনক দাম তারা পাবে। এ জায়গায় আতলেতিকো মাদ্রিদ কিছুটা বিপাকেই পড়তে পারে। কারণ, আলভারেজের জন্য ৭০ মিলিয়ন খরচ করার সামর্থ্যে যে তাদের নেই।
তবে কি আলভারেজ সিটি ছেড়ে পিএসজিতেই যাচ্ছেন?